ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ.আফ্রিকার ওডিআই দলে প্যাটারসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
দ.আফ্রিকার ওডিআই দলে প্যাটারসন ছবি:সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। দেশটির ওয়ানডে স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন পেসার ড্যান প্যাটারসন। তিনি এর আগে মরনে মরকেলের ইনজুরিতে সিরিজের দ্বিতীয় টেস্টেও ডাক পান।

ফাফ ডু প্লেসিসকেই দলের অধিনায়ক করা হয়েছে। আর দলে ফিরেছেন একমাত্র ওয়ানডে খেলে সেঞ্চুরি হাকানো তেম্বা বাভুমা।

টেস্টের পর ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন মরকেল। তাই প্রোটিয়াদের ফাস্ট বোলিংয়ে নেতৃ্ত্ব দেবেন কাগিসো রাবাদা। এছাড়া ওয়েন পারনেল, আন্দিল ফেলুকওয়ায়োও থাকছেন। সুস্থ হতে না পেরে জায়গা পাননি ক্রিস মরিস।

দ.আফ্রিকার ওডিআই দলে প্যাটারসন২৮ বছর বয়সী প্যাটারসন দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সবশেষ খেলেছেন চলতি বছরের জুন মাসে ইংল্যান্ড সফরে।

টেস্ট সিরিজে না থাকলেও ওয়ানডে দলে খেলছেন এবি ডি ভিলিয়ার্স। আছেন এই সিরিজের আগে টেস্ট থেকে অবসর নেওয়া জেপি ডুমিনি।

কিম্বার্লিতে ১৫ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডে মুখোমুখি দুই দল। দ্বিতীয় ম্যাচটি হবে পার্লে, ১৮ অক্টোবর। ২২ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে ইস্ট লন্ডনে।

বাংলাদেশের এবারের পূর্ণাঙ্গ সিরিজে এখন পর্যন্ত একটি টেস্ট শেষ হয়েছে। যেখানে ৩৩৩ রানের বড় জয় পায় সফরকারীরা। আগামী ৬ অক্টোবর দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকান ওয়ানডে দল: ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা, তেম্বা বাভুমা, ফারহান বেহারদিন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ওয়েন পারনেল, ড্যান প্যাটারসন, আন্দিল ফেলুকওয়ায়ো, ডাউইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।