ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের অন্যতম লড়াকু সৈনিকের জন্মদিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
টাইগারদের অন্যতম লড়াকু সৈনিকের জন্মদিন ছবি: সংগৃহীত

৩৪-এ পা রাখলেন দেশের ক্রিকেটের মহাতারকা। আজ (৫ অক্টোবর) মাশরাফি বিন মর্তুজার ৩৪তম জন্মদিন। যার হাত ধরে বাংলাদেশের ক্রিকেট এখন অনন্য উচ্চতায়। মাঠ ও মাঠের বাইরের জীবনে তার ব্যক্তিত্ব তরুণদের জন্য এক অনুকরণীয় আদর্শ।

চোটের কারণে ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপে খেলতে পারেননি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামসংলগ্ন একাডেমি মাঠে কান্নায় ভেঙে পড়া চেহারাটা আজো ভুলতে পারেননি বহু সাংবাদিক।

তবে তার চার বছর পর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে তার নেতৃত্বেই অসাধারণ সাফল্যে আনন্দে কেঁদেছে বাংলাদেশের মানুষ। শুধু বিশ্বকাপে সাফল্য নয়, বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার অন্যতম নায়কও তিনি। .১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলে জন্ম নেওয়া মাশরাফির অধিনায়কত্বে গত কয়েক বছরে অসাধারণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। তার বাবা গোলাম মর্তুজা ব্যবসায়ী ও মা হামিদা মর্তুজা গৃহিনী। কৌশিক নামেই এলাকায় সমাধিক পরিচিত তিনি। ২০০৬ সালে নড়াইলের মেয়ে সুমনা হক সুমিকে বিয়ে করেন মাশরাফি। দাম্পত্য জীবনে এক মেয়ে ও ছেলে সন্তানের জনক তিনি। আজকের এই খুশির দিনটি মাশরাফির জন্য অন্যরকম আনন্দের। কেননা এই দিনেই জন্ম নেয় মাশরাফি-সুমি দম্পতির দ্বিতীয় সন্তান সাহেল মর্তুজা। ২০১৪ সালে আজকের এই দিনে ঢাকায় তার ছেলে জন্মগ্রহণ করে।

ক্রিকেটে অনেক চড়াই-উতরাই পেরিয়েছেন মাশরাফি। সাফল্যের পথ কখনো মসৃণ, কখনো বন্ধুর। বেশ কয়েকবার ইনজুরির কারণে তাকে ছিটকে যেতে হয়েছিল। কিন্তু অনমনীয় অদম্য শক্তিতে ফিরে এসেছেন প্রতিবারই। তার নেতৃত্বগুণে বর্তমানে ওয়ানডেতে দক্ষিণ এশিয়ার পরাশক্তি তো বটেই, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নাম উচ্চারিত হয় শক্তিশালী দল হিসেবেই। টি-টোয়েন্টিতেও তার হাত ধরেই এসেছে বহু সাফল্য। যদিও তিনি এই ফরমেটের দলপতির আসন ছেড়ে দিয়েছেন। ..বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি। ওয়ানডেতে তার নেতৃত্বে জয়ের হার সবচেয়ে বেশি। সাদা পোশাকে এক ম্যাচে (২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) দায়িত্ব কাঁধে নিয়েই দলকে জয় এনে দিয়েছিলেন।

মাশরাফি সাদা পোশাকের ম্যাচ খেলেছেন ৩৬টি, ওয়ানডে খেলেছেন ১৭৯টি আর টি-টোয়েন্টি খেলেছেন ৫৪টি। ক্যারিয়ারে মাশরাফির নামের পাশে আছে ৫৬টি প্রথমশ্রেণির ম্যাচ, ২৩৪টি লিস্ট ‘এ’ ম্যাচ আর ১২২টি টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি-আপনার হাত ধরে দেশের ক্রিকেট আরো এগিয়ে যাবে, এমনটাই শুভকামনা রইলো।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।