ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিব-মাহমুদুল্লাহকে হারাতে চাইছে না পেশোয়ার-কুয়েটা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
সাকিব-মাহমুদুল্লাহকে হারাতে চাইছে না পেশোয়ার-কুয়েটা ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আগামী মৌসুমের জন্য সাকিব আল হাসানকে রেখে দিয়েছে পেশোয়ার জালমি। আর কুয়েটা গ্ল্যাডিয়েটর্স ধরে রেখেছে মাহমুদুল্লাহ রিয়াদকে। দুই জনই দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরি 'ডায়মন্ড' ক্যাটাগরিতে রয়েছেন।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে নতুন মৌসুমে হারাতে চায়নি পেশোয়ার। ডায়মন্ড ক্যাটাগরির খেলোয়াড়দের মূল্য ৮০ হাজার মার্কিন ডলার।

গত মৌসুমে পিসিএল চ্যাম্পিয়ন ছিল সাকিবের দল পেশোয়ার জালমি। গত মৌসুমে পেশোয়ারের হয়ে ৫টি ম্যাচ খেলেন সাকিব। ব্যাট হাতে মাঠে নামেন ৪ ম্যাচে। সর্বোচ্চ ৩০ রান করেছিলেন তিনি। আর পাঁচ ম্যাচের চারটিতে বল করে নেন ৫ উইকেট। .এদিকে গতবার প্লেয়ার্স ড্রাফটের তালিকার বাইরের খেলোয়াড় হিসেবে পাকিস্তান সুপার লিগে খেলেছিলেন মাহমুদুল্লাহ। গেল আসরের রানার্স আপ মাহমুদুল্লাহর কুয়েটা।

মাহমুদুল্লাহ সেবার দলের হয়ে ৬ ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তিন ইনিংসে। রান করেছিলেন ৩৭, সর্বোচ্চ ২৯ নট আউট। দুইবার ছিলেন অপরাজিত। এছাড়া ৬ ম্যাচের ৫ ইনিংসে বল করে নেন ৭ উইকেট। ইনিংস সেরা ছিল ২১ রানে ২ উইকেট।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ৬ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।