ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

উইকেটের দেখা নেই মোস্তাফিজদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
উইকেটের দেখা নেই মোস্তাফিজদের ছবি: সংগৃহীত

প্রথম সেশনটি বেশ ভালোভাবেই শুরু করেছে স্বাগতিকরা। উইকেটের জন্য অপেক্ষা বাড়ছে সফরকারীদের। ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ফেরার ম্যাচে চোখ রাখছে বাংলাদেশ। হারের আগেই যাতে হেরে না বসে সফরকারীরা সে চেষ্টাই থাকবে।

স্বাগতিকদের হয়ে ওপেনিংয়ে নামেন ডিন এলগার, আইডেন মার্কারাম। এ রিপোর্ট লেখ অবধি প্রোটিয়ারা বিনা উইকেটে ৮৮ রান তুলেছে।

প্রথম ব্যাটসম্যান হিসেবে এলগার চলতি বছর হাজার রানের মাইলফলক স্পর্শ করে অপরাজিত আছেন (৫৩), মার্কারাম অপরাজিত ৩৫ রানে।

তামিম ইকবাল-সাকিব আল হাসানের অনুপস্থিতি মেনে নিয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মুশফিকুর রহিম। চার পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে নামে মুশফিক বাহিনী। পেসার তাসকিনের জায়গায় খেলছেন রুবেল হোসেন। তামিমের জায়গায় সৌম্য সরকার। মিরাজের জায়গায় তাইজুল আর পেসার শফিউলের জায়গায় খেলছেন শুভাশিস রায়।

পচেফস্ট্রুমে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের সামনে সফরকারীরা। সাদা পোশাকে সাময়িক বিশ্রামে সাকিব অাল হাসান। তাই তামিমের ইনজুরি ব্যাটিং লাইনআপে বড় একটি ধাক্কা। চার বছর আগে ড্র হওয়া গল টেস্ট থেকে প্রেরণা নিতে পারে টিম বাংলাদেশ। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব-তামিম ছাড়াই দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছিল টাইগাররা। ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক।

টেস্ট সিরিজ শুরুর আগেই প্রস্তুতি ম্যাচে বাঁ পায়ের মাংসপেশীতে চোট পান তামিম। সহনীয় ব্যথা নিয়ে খেলেছেন প্রথম টেস্ট। কিন্তু ঊরুর ইনজুরির অবনতি হওয়ায় দ্বিতীয় ম্যাচে তাকে দর্শক ভূমিকায় থাকতে হচ্ছে। মানগাউং ওভালের সম্ভাব্য বাউন্সি উইকেটে তামিমের অনুপস্থিতি অপূরণীয়। পচেফস্ট্রুমে মাত্র ৯০ রানে গুটিয়ে যায় দ্বিতীয় ইনিংস। সঙ্গী হয় বড় ব্যবধানে হারের লজ্জা। ১০ বছর আগে ইনিংসে একশ’র নিচে অলআউট হয়েছিল বাংলাদেশ। তাই ব্লুমফন্টেইনে ব্যাটসম্যানদের সামনে অগ্নিপরীক্ষাই অপেক্ষা করছে।

ব্লুমফন্টেইনে এর আগে একটি টেস্টই খেলেছিল বাংলাদেশ। ওই ম্যাচের ফলাফল স্মরণ না করাই ভালো। ইনিংস ব্যবধানে হেরেছিল সফরকারীরা। সেবারই দ. আফ্রিকায় শেষবার টেস্ট সিরিজ খেলেছিলেন সাকিব-তামিম-মুশফিকরা।

বাংলাদেশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, শুভাশিস রায়।

দক্ষিণ আফ্রিকা: ডিন এলগার, আইডেন মার্কারাম, হাশিম আমলা, তেমবা বাভুমা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), আন্দিল ফেহলুকাওয়ো, ওয়েইন পার্নেল, কেশব মহারাজ, ক্যাগিসো রাবাদা, ডুয়েন ওলভিয়ার।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ৬ অক্টোবর, ২০১৭
এমআরএম/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।