ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ হারলো বাংলাদেশের যুবারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
সিরিজ হারলো বাংলাদেশের যুবারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

৫ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচেও লজ্জা পেয়েছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও হেরেছে যুবারা। ফলে, একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৩-১ ব্যবধানে সিরিজ জিতলো অতিথিরা।

বাংলাদেশের যুবারা আফগানদের প্রথম ম্যাচে ১০০ রানের নিচে গুটিয়ে দিয়ে বড় ব্যবধানে ম্যাচ জিতেছিল। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

তবে, ভাগ্য ভালো থাকায় বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। পরের দুই ম্যাচে একশর নিচে গুটিয়ে গিয়েছিল স্বাগতিকরা। দুটি ম্যাচেই জয় পেয়েছিল আফগানরা (২-১)।

শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশের সুযোগ ছিল সিরিজ জেতা না হলেও অন্তত সমতায় ফেরার। সেটি হয়নি, সিরিজের পঞ্চম ম্যাচে সিলেটে বাংলাদেশকে ৩৩ হারিয়েছে আফগানিস্তান। ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে সিরিজ।

টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানদের ২৩৯ রান তাড়ায় বাংলাদেশ অলআউট ২০৬ রানে। তৌহিদ হৃদয় ৯৩ রানের ইনিংস খেলেন। ১০টি চার ও ২টি ছক্কায় করেছেন ১০৮ বলে ৯৩ রান। তিন নম্বরে নেমে ২৮ রানে আউট হন অধিনায়ক সাইফ হাসান।

এর আগে আফগানদের ইব্রাহিম ৮ চার ও ২ ছক্কায় করেছেন ১০৭ বলে ৮৩ রান। ৮ ছক্কায় ৪৭ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন অপরাজিত থাকা রসুল। আটে নেমে চার ছক্কায় ১১ বলে অপরাজিত ২৮ রান করেন কায়িস।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ৬ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।