ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অপরাধ করেও ইংল্যান্ড চুক্তিতে স্টোকস-হেলস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
অপরাধ করেও ইংল্যান্ড চুক্তিতে স্টোকস-হেলস অপরাধ করেও ইংল্যান্ড চুক্তিতে স্টোকস-হেলস-ছবি:সংগৃহীত

বড় ধরনের অপরাধ করেও ২০১৭-১৮ ইংল্যান্ডের খেলোয়াড় চুক্তির তালিকায় নাম লেখালেন বেন স্টোকস ও অ্যালেক্স হেলস। গত মাসের শেষ দিকে ব্রিস্টলে একটি নাইট ক্লাবের বাইরে মারামারিতে জড়িয়ে পড়েন স্টোকস। সঙ্গে ছিলেন হেলস।

ক্রিকেটের তিন ফরম্যাটের চুক্তিতেই জায়গা হয়েছে স্টোকসের। আর হেলস পেয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে।

যদিও দু’জনেই বর্তমানে অনির্দিষ্টকালের জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে নির্বাসিত আছেন।

টেস্ট চুক্তি থেকে বাদ গেছে ফাস্ট বোলার মার্ক উডের নাম। তবে তিনি রঙিন পোশাকে নিজের জায়গা ধরে রেখেছেন। আর প্রথমবারের মতো চুক্তিতে সই করেছেন পেসার জ্যাক বল। আরেক পেসার টবি রোল্যান্ড-জোন্সকে ক্রমবর্ধমান চুক্তিতে নেওয়া হয়েছে।

এদিকে চুক্তি হলেও ইংলিশদের আগামী অ্যাশেজ সফর থেকে অবশ্য নাম কাটা পড়েছে স্টোকসের। তার পরিবর্তে ইতোমধ্যে ১৬ সদস্যের দলে ফাস্ট বোলার স্টিভেন ফিনকে নেওয়া হয়েছে।  

ইংল্যান্ড ‍ক্রিকেট বোর্ডের চুক্তি:

টেস্ট: মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, অ্যালিস্টার কুক, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস।

ওয়ানডে ও টি-২০: মঈন আলী, জ্যাক বল, জনি বেয়ারস্টো, জস বাটলার, অ্যালেক্স হেলস, ইয়ন মরগান, লিয়াম প্লাংঙ্কেট, জো রুট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

ক্রমবর্ধমান চুক্তি: টবি রোল্যান্ড-জোনস।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।