ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় দিন ফিল্ডিংয়ে নামলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
দ্বিতীয় দিন ফিল্ডিংয়ে নামলো বাংলাদেশ ছবি: সংগৃহীত

বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে বিলম্ব হয়। প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। এদিকে, ব্লুমফন্টেইনে রানের নিচে চাপা পড়তে যাচ্ছে মুশফিকের দল। দ্বিতীয় দিন ফিল্ডিংয়ে নেমেছে সফরকারীরা। প্রথম দিন শেষে টস হারা দক্ষিণ আফ্রিকা ৩ উইকেট হারিয়ে তুলেছে ৪২৮ রান। দ্বিতীয় দিন ব্যাট করছে স্বাগতিকরা।

অপরাজিত আছেন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান হাশিম আমলা (৮৯) এবং দলপতি ফাফ ডু প্লেসিস (৬২)।

দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মুশফিকুর রহিম।

স্বাগতিকদের হয়ে ওপেনিংয়ে নামেন ডিন এলগার, আইডেন মার্কারাম। প্রথম টেস্টে এই জুটি ১৯৬ রান তুলেছিল। এলগার ১৯৯ রানে আর অভিষিক্ত মার্কারাম ৯৭ রানে আউট হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচেও এই দুই ওপেনার ভোগায় বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকা সবশেষ দুইশ রানের উদ্বোধনী জুটি পেয়েছিল ২০০৮ সালের জুলাইয়ে। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ২০৪ রানের জুটি গড়েছিলেন গ্রায়েম স্মিথ ও নিল ম্যাকেঞ্জি। ৯ বছর পর তাদের টপকে গেলেন মার্কারাম-এলগার জুটি।

ইনিংসের ৫৪তম ওভারে শুভাশিষের করা বলে এলগার তালুবন্দি হন মোস্তাফিজের। তার আগে প্রথম ব্যাটসম্যান হিসেবে এলগার চলতি বছর হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। পাশাপাশি টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরিও হাঁকিয়েছেন (১১৩)। বিদায়ের আগে এই ওপেনার ১৫২ বলে ১৭টি বাউন্ডারি হাঁকান। দলীয় ২৪৩ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে। মাত্রই দ্বিতীয় ম্যাচ খেলতে নামা আরেক ওপেনার মার্কারাম ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে বোল্ড হন। রুবেলের বলে বোল্ড হওয়ার আগে মার্কারাম ১৮৬ বলে ২২টি চারের সাহায্যে করেন ১৪৩ রান। দলীয় ২৭৬ রানের মাথায় স্বাগতিকদের দ্বিতীয় উইকেটের পতন ঘটে।

দলীয় ২৮৮ রানের মাথায় স্বাগতিকদের তৃতীয় ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। তেমবা বাভুমাকে (৭) উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসবন্দি করেন শুভাশিস। বাংলাদেশকে প্রথম উইকেটের জন্য অপেক্ষা করতে হয় প্রায় ৫৪ ওভার। রুবেলের হাত ধরে দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। প্রথম উইকেট শিকার করা শুভাশিষের দারুণ বোলিংয়ে পরে তৃতীয় উইকেটের দেখা পায় মুশফিকের দল।

এর আগে পচেফস্ট্রুমে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ। মাত্র ৯০ রানে গুটিয়ে যায় দ্বিতীয় ইনিংস। ১০ বছর আগে ইনিংসে একশ’র নিচে অলআউট হয়েছিল বাংলাদেশ। তাই ব্লুমফন্টেইনে ব্যাটসম্যানদের সামনে অগ্নিপরীক্ষাই অপেক্ষা করছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ৭ অক্টোবর, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।