ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন মাশরাফি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন মাশরাফি প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন মাশরাফি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সে সময় মাশরাফির সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও এমপি নাইমুর রহমান দূর্জয় ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফর শেষে শনিবার (৭ অক্টোবর) সকালে যখন প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, সে সময় স্বাগতিক দ. আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা ছাড়তে বিমানবন্দরে অবস্থান করছিলেন চার টাইগার সদস্য মাশরাফি, সাকিব আল হাসান, নাসির হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সেখান থেকেই বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর গণসংবর্ধণাস্থলে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ ক্রিকেটের দিনবদলের অধিনায়ক মাশরাফি।

এরপর দলের সদস্যদের সাথে দক্ষিণ আফ্রিকার বিমানে চাপেন মাশরাফি।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে যান শেখ হাসিনা। অধিবেশন শেষে ২২ সেপ্টেম্বর যান ওয়াশিংটনে। শনিবার (৭ অক্টোবর) ৯টা ২৫ মিনিটে বিজি-০০২ ভিভিআইপি ফ্লাইটে করে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

বাংলাধেশ সময়: ১৬১১ ঘণ্টা, ৭ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।