ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিমকে ছেড়ে দিয়েছে পেশোয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
তামিমকে ছেড়ে দিয়েছে পেশোয়ার তামিমকে ছেড়ে দিয়েছে পেশোয়ার-ছবি:সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসর আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে পিসিবি। যেখানে এবারের অসরে খেলবে ছয়টি দল। এই দলগুলো ইতোমধ্যে তাদের কিছু ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে, আবার ধরে রেখেছে বেশ কয়েকজনকে। এ মাসের শেষে টুর্নামেন্টটির নিলাম অনুষ্ঠিত হবে।

এ আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলবে পেশোয়ার জালমি। যেখানে চুক্তিবদ্ধ ছিলেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

তবে সাকিবকে ধরে রাখলেও শিরোপাধারীরা তামিমকে ছেড়ে দিয়েছে। বাংলাদেশের আরেক তারকা মাহমুদুল্লাহ রিয়াদকে ধরে রেখেছে কুয়েটা গ্ল্যাডিয়েটর্স।

নিচে দলগুলোর ক্রিকেটারদের তালিকা দেওয়া হলো:

লাহোর কালান্ডারস-

অপরিবর্তিত ক্রিকেটার: সুনিল নারাইন (প্ল্যাটিনাম), উমর আকমল (প্ল্যাটিনাম), ব্র্যান্ডন ম্যাককালাম (ডায়মন্ড ও পরামর্শদাতা), ফখর জামান (ডায়মন্ড), ইয়াসির শাহ (গোল্ড), সোহেল খান (গোল্ড), ক্যামেরন দেলপোর্ট (সিলভার), আমির ইয়ামিন (সিলভার), বিলাওয়াল ভাট্টি (সিলভার)।

মুক্ত ক্রিকেটার: আজহার আলী, জেসন রয়, ক্রিস গ্রিন, সোহেল তানভির, জাফর গহর, গোলাম মুদাসার, জেমস ফ্র্যাঙ্কলিন, গ্রান্ট ইলিয়ট, উসমান কাদির, ডোয়াইন ব্রাভো।

বানিজ্য: মোহাম্মদ রিজওয়ানের বিনিময়ে করাচি কিংস থেকে সোহেল খান।

ইসলামাবাদ ইউনাইটেড-

অপরিবর্তিত ক্রিকেটার: আন্দ্রে রাসেল (প্ল্যাটিনাম), মিসবাহ-উল-হক (প্ল্যাটিনাম), স্যামুয়েল বদ্রি (ডায়মন্ড), মোহাম্মদ সামি (ডায়মন্ড), রুম্মান রাইস (গোল্ড ও অ্যাম্বাসেডর), শাদাব খান (গোল্ড), ইফতেখার আহমেদ (সিলভার) আমাদ বাট (সিলভার), আসিফ আলী (সিলভার)।

মুক্ত ক্রিকেটার: স্যাম বিলিংস, বেন ডাকেট, ব্র্যাড হ্যাডিন, স্টিভেন ফিন, মোহাম্মদ ইরফান, খালিদ লতিফ, শারজিল খান, নিকোলাস পুরান, সাঈদ আজমল, শেন ওয়াটসন, জোহাইব খান, ডোয়েন স্মিথ, রাফাতুল্লাহ।

বানিজ্য: পেশোয়ার থেকে ইফতেখার আহমেদকে এনে বিনিময়ে প্লেয়ার ড্রাফটে দ্বিতীয় রাউন্ড থেকে নেওয়া সম্পূরক একজন ক্রিকেটার বদল।

করাচি কিংস-

অপরিবর্তিত ক্রিকেটার: শহিদ আফ্রিদি (প্ল্যাটিনাম), মোহাম্মদ আমির (প্ল্যাটিনাম), ইমাদ ওয়াসিম (ডায়মন্ড), বাবর আজম (ডায়মন্ড), মোহাম্মদ রিজওয়ান (গোল্ড), রবি বোপারা (গোল্ড), উসমান সেনাওয়ারি (সিলভার), উসামা মির (সিলভার) খুররম মনজুর (সিলভার)।

মুক্ত ক্রিকেটার: কুমার সাঙ্গাকারা, ক্রিস গেইল, রাহাত আলী, রায়ান ম্যাকলারেন, কাশিফ ভাটি, শাহজাহান হাসান, কাইরন পোলার্ড, মাহেলা জয়াবর্ধন, শোয়েব মালিক।

বানিজ্য: সোহেল খানের বিনিময়ে মোহাম্মদ রিয়াজাউন ও শহিদ আফ্রিদি বিনিময়ে একটি গোল্ড ও দুটি সিলভার প্লেয়ার নেয়া।

কুয়েটা গ্ল্যাডিয়েটর্স-

অপরিবর্তিত ক্রিকেটার: সারফরাজ আহমেদ (প্ল্যাটিনাম), কেভিন পিটারসেন (প্ল্যাটিনাম), রিলে রুশো (ডায়মন্ড), মাহমুদউল্লাহ রিয়াদ (ডায়মন্ড), আসাদ শফিক (গোল্ড), মোহাম্মদ নওয়াজ (গোল্ড), আনোয়ার আলী (সিলভার), মীর হামজা (সিলভার), উমার আমিন (সিলভার)।

মুক্ত ক্রিকেটার: রোভম্যান পাওয়েল, আহমেদ শাহজাদ, নাথান ম্যাককালাম, তাইমিল মিলস, থিসারা পেরেরা, সাদ নাসিম, উমর গুল, জুলফিকার বাবর, লুক রাইট, মঈন আলী, কার্লোস ব্র্যাথওয়েট, ব্র্যাড হজ, বিসমিল্লাহ খান, শেন আরভিন, রায়াদ এমরিট, আনামুল হক, এলটন চিগুম্বুরা, ডেভিড উইলি, নূর ওয়ালী, মরনে ভ্যান উইক, মোহাম্মদ নবী।

পেশোয়ার জালমি-

অপরিবর্তিত ক্রিকেটার:মোহাম্মদ হাফিজ (প্ল্যাটিনাম), ওয়াহাব রিয়াজ (প্ল্যাটিনাম), সাকিব আল হাসান (ডায়মন্ড), কামরান আকমল (ডায়মন্ড), ড্যারেন স্যামি (গোল্ড ও প্লেয়ার/ কোচ), হাসান আলী (গোল্ড), হারিস সোহেল (সিলভার), ক্রিস জর্ডান (সিলভার), মোহাম্মদ আসগর (সিলভার)।

মুক্ত ক্রিকেটার: তিলকরত্নে দিলশান, আন্দ্রে ফ্লেচার, ইমরান খান, জুনায়েদ খান, ইয়ন মরগান, সামিত প্যাটেল, মারলন স্যামুয়েলস, তামিম ইকবাল, সোয়াইব মাকসুদ, শাহজাদ মুহাম্মদ, উমাইর মাসুদ, খুশদিল শাহ, মোহাম্মদ শাহজাদ।

বানিজ্য: ইফতেখার আহমদের বিনিময়ে দ্বিতীয় রাউন্ডে ইসলামাবাদের একটি সম্পূরক ক্রিকেটার এবং শহিদ আফ্রিদি বিনিময়ে একটি গোল্ড ও দুটি সিলভার প্লেয়ার নেয়া।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।