ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় দিন শেষে আট দলের অবস্থান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
দ্বিতীয় দিন শেষে আট দলের অবস্থান ছবি: সংগৃহীত

১৯তম জাতীয় ক্রিকেট লিগের আসরে ঢাকা মেট্রোর মুখোমুখি হয়েছে চট্টগ্রাম বিভাগ। ঢাকা বিভাগের প্রতিপক্ষ বরিশাল বিভাগ। এদিকে, রাজশাহীর মুখোমুখি সিলেট আর খুলনার প্রতিপক্ষ রংপুর।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ঢাকা মেট্রো আগে ব্যাট করে ৯ উইকেটে ৩৬৯ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে, দ্বিতীয় দিন শেষে স্বাগতিক চট্টগ্রাম ১ উইকেট হারিয়ে ৪১ রান তুলেছে।

ঢাকা মেট্রোর হয়ে সর্বোচ্চ ৯৪ রান করেন মেহরাব হোসেন জুনিয়র। এছাড়া, মোহাম্মদ আশরাফুল ৬৬, আসিফ আহমেদ ৬৪, সৈকত আলি ৪৮ আর শামসুর রহমান ৪৬ রান করেন। চট্টগ্রামের ইফতেখার সাজ্জাদ একাই ৫ উইকেট তুলে নেন।

১৮ ওভারে ১ উইকেট হারানো চট্টগ্রাম ৪১ রান তুলেছে। ওপেনার জসিম ১০ রানে বিদায় নেন। আরেক ওপেনার সাদিকুর রহমান ২৬ রানে অপরাজিত।

এদিকে, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সবকটি উইকেট হারিয়ে ঢাকা বিভাগ ২৫০ রান তোলে। দলের ওপেনার রনি তালুকদার ৬৮, তাইবুর পারভেজ ৪৬ আর দলপতি শরিফ ৫৮ রান করেন। বরিশাল ৬ উইকেট হারিয়ে তুলেছে ২০১ রান। মোহাম্মদ নুরুজ্জামান ৫১ রান নিয়ে অপরাজিত। আর ৭৩ রানের দারুণ এক ইনিংস খেলেছেন সোহাগ গাজী।

রাজশাহীর বিপক্ষে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেট ৬ উইকেট হারিয়ে তুলেছে ৯৫ রান।

এছাড়া, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খুলনা বিভাগ সব উইকেট হারিয়ে তুলেছে ২১৮ রান। খুলনার ওপেনার এনামুল হক বিজয় করেন সর্বোচ্চ ৬১ রান। নাহিদুল ইসলাম করেন ৫১ রান। রংপুরের আরিফুল হক এবং সোহরাওয়ার্দি শুভ চারটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ৭ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।