ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সিলেটে পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
সিলেটে পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দল ছবি: সংগৃহীত

নিজেদের মাঠে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া চারদিনের প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে রোববার (৮ অক্টোবর) দুপুরে ম্যাচ ভেন্যু সিলেটে পৌঁছেছে নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল।

আগামী ১১ অক্টোবর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দু’দলের মধ্যকার চারদিনের ম্যাচ।

ইতোমধ্যে বাংলাদেশে পা রেখেছে আয়ারল্যান্ড ‘এ’ দলের টেস্ট স্কোয়াড।

সিলেটে পৌঁছানোর পর একদিন বিশ্রাম নিয়ে রোববার থেকে অনুশীলনও শুরু করে দিয়েছে সফরকারীরা। সোমবার থেকে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে স্বাগতিকরা।

আয়ারল্যান্ডের বিপক্ষে চারদিনের ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া ম্যাচের জন্য এরই মধ্যে জাতীয় দলের আদলে দল ঘোষণা করেছে বিসিবি। সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি চার দিনের ম্যাচ ও পাঁচ ম্যাচ সিরিজের ওয়ানডেকে সামনে রেখে টাইগার ‘এ’ দলে ডাক পেয়েছেন জাতীয় দলের হয়ে খেলা উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, পেসার কামরুল ইসলাম রাব্বি, আবু হায়দার রনি এবং বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১১ অক্টোবর চারদিনের ম্যাচ দিয়ে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আয়ারল্যান্ডের ‘এ’ দলের মধ্যকার এই সিরিজ। সিলেটে চারদিনের ম্যাচ শেষে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের পাঁচটি ওয়ানডে।

চারদিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, সাদমান ইসলাম, আল-আমিন, জাকির হাসান, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি ও জুবায়ের হোসেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ৮ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।