ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগার ‘এ’ দল থেকে ছিটকে গেলেন সাইফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
টাইগার ‘এ’ দল থেকে ছিটকে গেলেন সাইফ টাইগার ‘এ’ দল থেকে ছিটকে গেলেন সাইফ-ছবি:সংগৃহীত

আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশ ‘এ’ দল রোববার সিলেটে পৌঁছেছে। তবে স্বাগতিক টাইগারদের জন্য খারাপ খবর সিরিজ শুরুর আগেই ইনজুরির কারণে ছিটকে গেলেন দলটির অধিনায়ক সাইফ হাসান। ফিল্ডিং অনুশীলনের সময় আল-আমিনের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর চোট পান সাইফ।

চোট পাওয়ার পর সাইফকে হাসপাতালে নেওয়া হয় এবং স্ক্যান করানো হয়। পরবর্তীতে জানানে হয়, তিনি শুধুমাত্র চার দিনের ম্যাচ নয় পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন।

‘এ’ দলের ম্যানেজার ও নির্বাচক হাবিবুল বাশার সাইফের পরিবর্তে এখনও কোনো ক্রিকেটারের নাম ঘোষণা করেননি।  

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১১ অক্টোবর থেকে দু’দলের মধ্যকার চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। পরে ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর পাঁচটি ওয়ানডে মাঠে গড়াবে।

ক’দিন আগে এই সিলেটেই আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর সেই দল থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে যোগ দেবেন সাইফুল হাসান ও নাঈম হাসান।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ০৯ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।