ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

একমাত্র শিকার তামিম, ডাক পেয়েছেন ওয়ানডেতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
একমাত্র শিকার তামিম, ডাক পেয়েছেন ওয়ানডেতে তামিমকে আউট করে উসমানের উল্লাস

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ইনজুরির কারণে ছিটকে গেছেন পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির। তার জায়গায় টিম ম্যানেজমেন্ট দলে ডেকেছে আরেক বাঁহাতি ফাস্ট বোলার উসমান খানকে।

আবুধাবি টেস্টের দ্বিতীয় দিন গুরুতর চোট পান টিম ম্যানেজমেন্টের অটোমেটিক চয়েজ আমির। আর এই ইনজুরি তাকে সাদা পোশাকের পর ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে দেয়।

তাকে অন্তত দুই থেকে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। আবুধাবিতে দিবা-রাত্রির টেস্টে নিজের ১৭তম ওভার করতে গিয়ে স্ট্রেস ইনজুরিতে পড়েন বাঁহাতি পেসার আমির।

২৪ বছর বয়সী উসমানের জাতীয় দলের জার্সিতে ওয়ানডে খেলা হয়নি। ২০১৩ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল। অভিষেকের পর এখন পর্যন্ত মাত্র ৪টি টি-টোয়েন্টি খেলেছেন এই পেসার। সবশেষ তামিম-ডু প্লেসিস-হাশিম আমলাদের বিশ্ব একাদশের বিপক্ষে লাহোরে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। তার নামের পাশে উইকেট মাত্র একটি। সেটি আর কারো নয়, তামিমের উইকেট। বাংলাদেশি ওপেনারকে বোল্ড করেছিলেন উসমান।

আগামী ১৩ অক্টোবর দুবাইয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ০৯ অক্টোবর, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।