ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

খুলনায় শেষ দিন মাঠে গড়ায়নি কোনো বল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
খুলনায় শেষ দিন মাঠে গড়ায়নি কোনো বল খুলনায় শেষ দিন মাঠে গড়ায়নি কোনো বল

জাতীয় লিগের চলমান আসরে প্রথম স্তরের ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে লড়েছে বরিশাল বিভাগ। চতুর্থ বা শেষ দিন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে কোনো বল মাঠে না গড়ালে ম্যাচটি ড্র হয়।

প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ঢাকা বিভাগ ২৫০ রান তোলে। জবাবে বরিশাল ২৯৯ রান তুলে অলআউট হয়।

দ্বিতীয় ইনিংসে ঢাকা বিভাগ ৩ উইকেট হারিয়ে ১১০ রান তুলেছিল। তবে, চতুর্থ দিন বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় কোনো বল মাঠে গড়াতে পারেনি।

প্রথম ইনিংসে ঢাকার ওপেনার রনি তালুকদার ৬৮, তাইবুর পারভেজ ৪৬ আর দলপতি শরিফ ৫৮ রান করেন। নিজেদের প্রথম ইনিংসে বরিশালের মোহাম্মদ নুরুজ্জামান ৬৮ রানে বিদায় নেন। ৫৬ রানে অপরাজিত ছিলেন শামসুল ইসলাম। আর ৭৩ রানের দারুণ এক ইনিংস খেলেছেন সোহাগ গাজী। শুভাগত হোম চারটি উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ঢাকার ওপেনার রনি তালুকদার ২৮ রান করে বিদায় নেন। ৩৯ রানে অপরাজিত থাকেন রকিবুল হাসান। মাঝে ৩৭ রান করে বিদায় নেন জাহিদুজ্জামান। ৫ রানে অপরাজিত থাকেন শুভাগত হোম।

বরিশালের মোহাম্মদ নুরুজ্জামানকে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ৯ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।