ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সাইফের স্থলাভিষিক্ত হলেন মেহেদি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
সাইফের স্থলাভিষিক্ত হলেন মেহেদি সাইফ-মেহেদি

আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচকে সামনে রেখে রোববার (৮ অক্টোবর) বিকেলে সিলেটে অনুশীলনের সময় আল আমিনের (জুনিয়র) সঙ্গে ধাক্কা লেগে নাকে গুরুতর আঘাত পান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল থেকে ‘এ’ দলে ডাক পাওয়া সাইফ হাসান।

ফলে সিরিজ না খেলেই সোমবার (৯ অক্টোবর) সকালে ঢাকা ফেরেন এই যুবা অধিনায়ক। এদিকে তার জায়গায় ডাক পেয়েছেন হাই পারফরমেন্স দলের অলরাউন্ডার মেহেদি হাসান।

জাতীয় লিগে খুলনার হয়ে খেলছেন মেহেদি। আগের রাউন্ডে ১৭৭ রান করা এই উঠতি তারকা সবশেষ রাউন্ডে (সোমবার, ৯ অক্টোবর) রংপুরের বিপক্ষে ৮৮ রানে অপরাজিত থাকেন। বৃষ্টির বাধায় তার দ্বিতীয় সেঞ্চুরিটি হয়নি। ১৩৩ বলে ১৫ চারে ৮৮ রানে অপরাজিত থাকেন মেহেদি।

মেহেদির বিষয়টি বাংলানিউজকে নিশ্চত করেছেন ‘এ’ দলের ম্যানেজার হাবিবুল বাশার সুমন। তিনি জানান, ‘গতকাল ফিল্ডিং অনুশীলনের সময় আল আমিনের (জুনিয়র) সঙ্গে ধাক্কা লাগলে সাইফ গুরুতর আহত হয়। আমরা এক্স-রে করিয়েছি। রিপোর্টে দেখা গেছে ওর নাকে চিড় ধরেছে। ফলে বিকল্প হিসেবে আমরা মেহেদি হাসানকে ডেকেছি। ’

আগামী ১১-১৪ অক্টোবর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চার দিনের একমাত্র ম্যাচটি খেলবে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দল।

চারদিনের ম্যাচটি শেষ করেই ৫ ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে কক্সবাজারে চলে যাবে দু’দল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের পাঁচটি ওয়ানডে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ৯ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।