ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নাফিসের অভিযোগ উড়িয়ে দিলেন সুমন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
নাফিসের অভিযোগ উড়িয়ে দিলেন সুমন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচকে সামনে রেখে বিসিবি ঘোষিত ১৩ সদস্যের বাংলাদেশ ‘এ’ দলে শাহরিয়ার নাফিসকে অন্তর্ভূক্ত করার বিষয়টি সর্বাগ্রে বিবেচনায় রেখেছিলেন দলের ম্যানেজার হাবিবুল বাশার সুমন। কিন্তু দল গঠনের আগে নাফিসের বৃত্তান্ত জানার পরে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

কী জেনেছিলেন সুমন? তিনি জেনেছেন; গেল মাসে নাকে অস্ত্রোপচার হওয়ায় এনসিএলের চলতি আসরে নাফিস একটি ম্যাচও খেলতে পারেননি। তথ্যটি সুমনকে দিয়েছে এনসিএলে নাফিসের বিভাগ বরিশালের কর্মকর্তারা।

ফলে শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েই স্বাগতিক ‘এ’ দল গঠনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন সুমন।

সুমনের যুক্তি হলো, ‘নাফিস এনসিএল খেলছে না মানে হলো, সে খেলার মধ্যে নেই। খেলার মধ্যে নেই মানে তার ফিটনেস নেই। তাহলে কী করে আমরা তাকে এই সিরিজে খেলাই?

তবে সুমন আনফিট বললেও ১১ অক্টোবর থেকে সিলেটে অনুষ্ঠেয় আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচের জন্য নিজেকে পুরোপুরি ফিট দাবী করে নাফিস জানান, ‘২০ সেপ্টেম্বর আমার নাকে অস্ত্রোপচার হয়েছে। আমি নিয়মিত রিহ্যাব করছি এবং এখন মোটামুটি ভালো, ফুল ফিট। ’
 
এরপর সুমনের বিরুদ্ধে আনেকটা অভিযোগের সুরেই নাফিস বললেন, তার নাকে অস্ত্রোপচারের সুযোগেই নাকি সিরিজ থেকে তাকে বাদ দেয়া হয়েছে, ‘সুমন ভাই (হাবিবুল সুমন) এজন্যই আমাকে দলে নেননি। উনি আমার বিভাগকে (বরিশাল) ফোন করে জানতে চেয়েছেন আমি কেন এনসিএল খেলছি না? ওনারা বলেছে আমি নাকে অস্ত্রোপচারের জন্য খেলছি না। আমার মনে হয় এই অজুহাতেই উনি আমাকে নেননি। ’

একথা শেষ না হতেই নাফিস পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন সুমনকে, ‘সুমন ভাই আমি গত তিন বছর যে তিন হাজার রান করলাম তার বিনিময়ে আপনারা কী দিলেন? আপনারাতো আমাকে জাতীয় দলের ক্যাম্পেও ডাকতে পারতেন। ’

নাফিসের এমন প্রশ্নের জবাবে ততটা সরব মনে হল না ‘এ’ দলের ম্যানেজার ও জাতীয় ক্রিকেট দলের এই নির্বাচক সুমনকে। হয়তো অদৃশ্য কোনো শক্তির ভযেই এমন মৌন উত্তরে পাশ কাটিযে গেলেন, ‘কী আর বলবো? এ বিষয়ে আমার কিছুই বলার নেই। ’

বাংলানিউজের মাধ্যমে সুমনের প্রতি নাফিসের জিজ্ঞাসা, ‘আমাকে না হয় নাকে অস্ত্রোপচারের অজুহাতে বাদ দেয়া হয়েছে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা আরও প্লেয়ার আছে (এনামুল বিজয়, নাঈম ইসলাম এবং তুষার ইমরান) তাদের কেন নেয়া হলো না?’

সুমনের পেশাদার জবাব, ‘আমরা জানি ওরা সবাই পারফর্মার। কিন্তু এই সিরিজটিতে নতুনদের সুযোগ দিতে চেয়েছি বলেই তাদের ডাকিনি। সামনে সুযোগ এলে অবশ্যই ডাকবো। ’
 
শুধু হাবিবুল বাশার সুমনই নন। লম্বা সময় ধরেই এমন প্রুতিশ্রুতি দিয়ে আসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সুমনের দুই সহকর্মী মিনহাজুল আবেদীন নান্নু (প্রধান নির্বাচক) ও আকরাম খান (ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান)। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে নাফিস, বিজয়, নাঈমদের দেয়া তাদের সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের দেখা আজও মেলেনি। অদূর ভবিষ্যতে মিলবে বলেও কোনো সংকেত মিলছে না! অথচ ১১ অক্টোবর থেকে অনুষ্ঠেয় সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজে টাইগার ‘এ’ দল ঘোষণার আগে আকরাম ও নান্নু বলেছিলেন, জাতীয় দল থেকে বাদ পড়া এমন প্লেয়ার যারা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন তাদের স্কোয়াডে ডাকা হবে। কিন্তু তাদের দেয়া কথা আর থাকলো কোথায়?

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।