ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

'ডাক' মারা কোহলির অপেক্ষা বাড়লো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
'ডাক' মারা কোহলির অপেক্ষা বাড়লো ছবি: সংগৃহীত

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ভারত। বিরাট কোহলির দল টস হেরে আগে ব্যাটিংয়ে নামে। ভারতের দলপতি তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে জ্যাসন বেহরেনডর্ফের বলে তার হাতেই ক্যাচ তুলে দেন। ২ বল মোকাবেলা করে শূন্য রানেই সাজঘরে ফেরেন কোহলি।

তাতে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ রানের তালিকায় দুইয়ে আসার সম্ভাবনা মাঠেই মারা যায়।

ক্রিকেটের এই ফরমেটে সর্বোচ্চ রানের মালিক নিউজিল্যান্ডের সাবেক দলপতি ব্রেন্ডন ম্যাককালাম।

৭১ ম্যাচ থেকে তিনি করেছেন ২১৪০ রান। যেখানে সর্বোচ্চ দুটি সেঞ্চুরির পাশাপাশি সাবেক এই কিউই তারকার রয়েছে ১৩টি হাফ-সেঞ্চুরি। সর্বোচ্চ দুটি সেঞ্চুরি আছে ওয়েস্ট ইন্ডিজের ড্যাশিং ওপেনার ক্রিস গেইলেরও।

সর্বোচ্চ রানের তালিকায় দুই নম্বরে শ্রীলঙ্কান সাবেক তারকা দিলশানের। ৮০ ম্যাচ খেলে তিনি করেছেন ১৮৮৯ রান। লঙ্কান এই গ্রেটের নামের পাশে একটি সেঞ্চুরি আর ১৩টি হাফ-সেঞ্চুরি। ১৮৫২ রান নিয়ে মাঠে নেমেছিলেন ৫২ ম্যাচ খেলা কোহলি। দিলশানের থেকে ৩৮ রান কম নিয়ে ব্যাটিংয়ে নামেন তিনি। সেখানেই আটকে রইলেন।

কোহলির নামের পাশে রয়েছে ১৭টি হাফ-সেঞ্চুরি। এটাই টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির সংখ্যা। দ্বিতীয় সর্বোচ্চ ম্যাককালাম-দিলশানের (১৩টি)। বাউন্ডারিতে কোহলি দুই নম্বরে। সর্বোচ্চ ২২৩টি বাউন্ডারি হাঁকিয়ে দিলশান এক নম্বরে। এতোদিন ২০০টি চার হাঁকিয়ে দুইয়ে ছিলেন আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ। ছক্কা হাঁকানোর দিক দিয়ে এক নম্বরে গেইল। সর্বোচ্চ ১০৩টি ওভার বাউন্ডারি তার দখলে। দ্বিতীয় সর্বোচ্চ ৯১টি ছক্কা ম্যাককালামের।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।