ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতে অস্ট্রেলিয়ার টিম বাসে হামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
ভারতে অস্ট্রেলিয়ার টিম বাসে হামলা বাংলানিউজ-ফাইল ফটো

ক’দিন আগেই বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পেয়েই এখানে এসেছিল অজিরা। বাংলাদেশ থেকে সোজা দলটি ভারতে চলে যায়। সেখানে অস্ট্রেলিয়ার টিম বাসে হামলা চালিয়েছে ভারতের কথিত ক্রিকেটপ্রেমীরা।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ভারতের সামনে টার্গেট ছিল ৬ ওভারে ৪৮ রান। অনায়াসে সে রান টপকে জয় পেয়েছিল স্বাগতিকরা।

তবে, দ্বিতীয় ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়ে ১-১ এ সমতায় ফিরেছে ডেভিড ওয়ার্নারের অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে অজিদের জয়টি ৮ উইকেটের বড় ব্যবধানে।

অ্যারন ফিঞ্চের টুইট
গুয়াহাটির স্টেডিয়াম থেকে ম্যাচ শেষে টিম হোটেলে ফিরছিল অস্ট্রেলিয়া। পথে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের বহন করা টিম বাসে হামলা চালায় ভারতের সমর্থকরা। দলের পরাজয় মেনে নিতে না পেরে অস্ট্রেলিয়া দলকে বহন করা বাসের জানালায় পাথর ছুঁড়ে মারে। তাতে, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চদের বহন করা বাসের জানালা কাঁচ ভেঙে যায়। তবে, কোনো ক্রিকেটার আহত হননি।
 
বাসের জানালা ভেঙে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন অজি ওপেনার অ্যারন ফিঞ্চ। তিনি টুইটে এই ঘটনার বিবরণ দিয়ে একটি ছবিও পোস্ট করেছেন।
 
বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৭
এমআরপি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।