ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাট করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
ব্যাট করছে বাংলাদেশ ছবি: সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা সফরে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে মাশরাফির বাংলাদেশ। ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের নেতৃত্ব দিচ্ছেন জেপি ডুমিনি।

তামিম ইকবালকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গী হন ইমরুল কায়েস।

জেপি ডুমিনির নেতৃত্বে খেলছেন এবিডি ভিলিয়ার্স, আইডেন মার্কারাম, অ্যারন ফ্যাঙ্গিসো, হেনড্রিকস, কেশব মহারাজরা। বাংলাদেশের স্কোয়াডে সৌম্য-ইমরুল ছাড়াও রয়েছেন মাশরাফি, মাহমুদুল্লাহ, সাব্বির, মুশফিক, নাসির, সাকিব, মোস্তাফিজ, লিটন, সাইফুদ্দিন আর রুবেল হোসেন। প্রস্তুতি ম্যাচ বলে এগারো জন ব্যাটিং করার সুযোগ পাবেন। ঠিক এগারো জনই ফিল্ডিংয়ের সুযোগ পাবেন। তবে, স্কোয়াডে থাকা যেকোনো ক্রিকেটারকে খেলাতে পারবে দুই দল।

টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের মেলে ধরতে পারেনি সফরকারী বাংলাদেশ। পচেফস্ট্রুমে সিরিজের প্রথম টেস্টে ৩৩৩ রানের বড় হারের পর ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয়টিতে মেনে নিতে হয়েছে ইনিংস ও ২৫৪ রানের পরাজয়।

সাদা পোশাকে ব্যাক টু ব্যাক তিক্ত হারের সেই গ্লানি ঘোচানের উপলক্ষ্য হয়ে এবার মাশরাফিদের হাতছানি দিচ্ছে গত তিন বছর দুর্দান্ত খেলা প্রিয় ফরম্যাট ওয়ানডে। দেশে ও দেশের বাইরে ধারাবাহিকভাবেই ৫০ ওভারের ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে লাল-সবুজের দল।

১৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে টাইগারদের প্রিয় এই ফরম্যাটের খেলা। তার আগে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে সীমিত ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলছে কোচ হাথুরুসিংহের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ১২ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।