ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

রবির সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে খুলনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
রবির সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে খুলনা রবির সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে খুলনা-ছবি:সংগৃহীত

রবিউল ইসলাম রবির প্রথম শ্রেণীর দ্বিতীয় সেঞ্চুরিতে প্রথম দিনটি ভালোই করলো খুলনা। বরিশাল বিভাগের বিপক্ষে দিন শেষে চার উইকেট হারিয়ে ৩০৭ রান করেছে দলটি।

জাতীয় লিগের প্রথম স্তরে পঞ্চম রাউন্ডের ম্যাচের রাজশাহীতে টসে জিতে আগে ব্যাট করতে নামে খুলনা। আর উদ্বোধনী জুটিতে দলকে ১১০ রান উপহার দেন রবি ও এনামুল হক বিজয়।

এনামুল ৪৪ রানে ফিরে যান। তবে সেঞ্চুরি তুলে নেন রবি। শেষ পর্যন্ত তিনি ১৯৬ বলে ১৭টি চারে ১০৮ করে আহত হয়ে অবসরে যান।

দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ করে অপরাজিত থাকেন জিয়াউর রহমান। এছাড়া ৫১ রান আসে তুষার ইমরানের ব্যাট থেকে। বরিশালের হয়ে সালমান হোসেন দুটি উইকেট তুলে নেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ১৩ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।