ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ইমতিয়াজের সেঞ্চুরিতে সিলেটের রক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
ইমতিয়াজের সেঞ্চুরিতে সিলেটের রক্ষা ইমতিয়াজের সেঞ্চুরিতে সিলেটের রক্ষা-ছবি:সংগৃহীত

জাতীয় লিগে নিজ দল সিলেটের মান রক্ষা করলেন ইমতিয়াজ হোসেন। তার সেঞ্চুরির কল্যাণে ঢাকা মেট্টোর বিপক্ষে প্রথম দিন শেষে ছয় উইকেট হারিয়ে ২৪১ রান করেছে সিলেট।

জাতীয় লিগে ইমতিয়াজের এটি টানা দ্বিতীয় সেঞ্চুরি। আর প্রথম শ্রেণীর ক্রিকেটে দশম।

জাতীয় লিগে দ্বিতীয় স্তরের ম্যাচে পঞ্চম রাউন্ডে মুখোমুখি হয় সিলেট ও মেট্টো।

চট্টগ্রামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সিলেট। তবে দলের হাল প্রায় একাই ধরেন অধিনায়ক ইমতিয়াজ। শেষ পর্যন্ত তিনি ২১৭ বলে ১৭টি চারের সাহায্যে ১৩২ করে বিদায় নেন। এছাড়া ৪২ করেন অভিজ্ঞ ব্যাটসম্যান রাজিন সালেহ।

মেট্টোর বোলারদের মধ্যে সৈকত আলী, নিহাদুজ্জামান ও শরিফুল্লাহ দুটি করে উইকেট পান।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ১৩ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।