ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথম সেঞ্চুরি বঞ্চিত সাজ্জাদুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
প্রথম সেঞ্চুরি বঞ্চিত সাজ্জাদুল প্রথম সেঞ্চুরি বঞ্চিত সাজ্জাদুলছবি:সংগৃহীত

পাঁচ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন সাজ্জাদুল হক। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরি বঞ্চিত হয়ে ৯৫ রানে মাঠ ছাড়েন তিনি। তার ব্যাটে জাতীয় লিগে রাজশাহী বিভাগের বিপক্ষে সবকটি উইকেট হারিয়ে ২৬০ রান করেছে চট্টগ্রাম বিভাগ। রাজশাহী দিন শেষে দুই উইকেট হারিয়ে ৩৪ রান করেছে।

বগুড়ায় জাতীয় লিগের দ্বিতীয় স্তরের পঞ্চম রাউন্ডে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম থেকেই ভুগতে থাকে চট্টগ্রাম। তবে হাল ধরেন সাজ্জাদুল ও সাঈদ সরকার।

১৭৬ বলে ১২টি চার ও একটি ছক্কায় ৯৬ করেন সাজ্জাদুল। তিনি শরিফুল ইসলামের বলে বোল্ড হন। সাঈদ করেন ৭০ রান।  

রাজশাহীর হয়ে সর্বোচ্চ চার উইকেট পান ফরহাদ রেজা। এছাড়া তিনটি করে উইকেট দখল করেন দেলোয়ার হোসেন ও শরিফুল।

জবাবে ব্যাটিংয়ে নেমে অবশ্য সুবিধে করতে পারেনি রাজশাহী। ওপেনার সাব্বির হোসেন ও মায়শুরুকর রহমানকে হারায় দলটি। ২০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মিজানুল রহমান। চট্টগ্রামের মেহেদি হাসান রানা ও শাখওয়াত হোসেন একটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ১৩ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।