ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএল পঞ্চম আসরের টাইটেল স্পন্সর একেএস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
বিপিএল পঞ্চম আসরের টাইটেল স্পন্সর একেএস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগামী ৪ নভেম্বর থেকে দেশের তিনটি বিভাগীয় ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পঞ্চম আসরের টাইটেল স্পন্সর হয়েছে একেএস। সোমবার (২৩ অক্টোবর) দুপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নাম ঘোষিত হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন, আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর নওশাদ করিম চৌধুরী, মাত্রা’র ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন এবং কে স্পোর্টসের সিইও ফাহাদ এম এ করিম।

ঢাকা ডায়নামাইটস, চিটাগং ভাইকিংস, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স, সিলেট সিক্সার্স, রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অংশগ্রহণে আগামী ৪ নভেম্বর সিলেটে পর্দা উঠছে বিপিএলের এবারের আসরের।

ওইদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দুপুর আড়াইটায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে আতিথ্য দেবে সিলেট সিক্সার্স।

একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস। বিপিএলের সিলেট রাউন্ড চলবে ৮ নভেম্বর পর্যন্ত।

সিলেট শেষে ১১ নভেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হবে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। দুই দিন বিরতির পর ২৪ নভেম্বর থেকে বিপিএল গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।

চট্টগ্রামে ৫ দিনে ১০টি ম্যাচ শেষে ২ ডিসেম্বর বিপিএল ফিরবে ঢাকায়। ১২ ডিসেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে এবারের আসরের সমাপ্তি টানবে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই আসর।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ২৩ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।