ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

লড়াই করে যাবেন গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
লড়াই করে যাবেন গেইল ছবি:সংগৃহীত

২০১৫ বিশ্বকাপের সময় ড্রেসিংরুমে এক নারী ম্যাসাজ থেরাপিস্টের প্রতি অশালীন ইঙ্গিত করা নিয়ে ক্রিস গেইলের বিরুদ্ধে লেখালেখি হয়েছিল অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমে। পরে ওয়েস্ট ইন্ডিজের এ তারকা সেই সব সংবাদপত্রের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। তা নিয়ে ইতোমধ্যে শুনানি শুরু হয়েছে।

আর প্রথম দিনেই গেইল এবং তার আইনজীবীরা বলে দিলেন, এটা সম্পূর্ণ সাজানো ঘটনা। এ রকম কিছু তিনি করেননি।

তাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করা হয়েছে।

এমনিতেই ক্যারিবীয় দানব গেইলকে নিয়ে তোলপাড় অস্ট্রেলিয়া। গতবার বিগ ব্যাশ খেলার সময় সম্প্রচারকারী চ্যানেলে ইন্টারভিউ নিতে এসেছিলেন এক নারী কর্মী। তাকে গেইল আপত্তিজনক ভাবে প্রতিক্রিয়া দেখান। ‘ডেট’-এ য়াওয়ার প্রস্তাব দিয়ে বলে ওঠেন, ‘ডোন্ট ব্লাশ বেবি’। তার সেই উক্তি নিয়ে ঝড় বয়ে যায় অস্ট্রেলিয়ায় এবং দাবি ওঠে, ওয়েস্ট ইন্ডিয়ান তারকাকে বিগ ব্যাশ থেকেই বাতিল করতে হবে।

এর পরেই কয়েকটি সংবাদপত্র গেইলকে নিয়ে আরও সব চাঞ্চল্যকর তথ্য ফাঁস করতে থাকে। তার মধ্যেই ছিল এই অভিযোগ। ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন ড্রেসিংরুমের ভেতরে  গেইল সেই নারীকে তার গোপন অঙ্গ দেখিয়ে আপত্তিকর আচরণ করেন। যা নিয়ে তীব্র প্রতিবাদ করে নিউ সাউথ ওয়েল‌স সুপ্রিম কোর্টে মানহানির মামলা করেন স্বয়ং গেইল।

মামলার প্রথম দিনেই গেইল এর আইনজীবী বলেছেন, ‘গেইলের বিরুদ্ধে এই অভিযোগ একদম মিথ্যা এবং নিন্দনীয়। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম গেইলকে ধ্বংস করতে চাইছে। ’ আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে গেইল বলেছেন, ‘আমার জীবনের অন্যতম দুঃখজনক ঘটনার মধ্যে এটি একটি। এই রকম নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে আমাকে লড়তেই হবে। ’

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।