ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

নতুন চার চুক্তিতে রংপুর রাইডার্স

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
নতুন চার চুক্তিতে রংপুর রাইডার্স ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের  পঞ্চম আসরকে সামনে রেখে বিগত দিনগুলোতে ভিন্ন ভিন্ন স্পন্সরের সাথে চুক্তি সম্পন্ন করেছে এবারের আসরের শিরোপা প্রত্যাশি রংপুর রাইডার্স। সেই ধারবাহিকতায় এবার আরও চারটি নতুন স্পন্সরের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হলো, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্ব রংপুর।

দলটির নতুন চার স্পন্সর হলো, কালার অ্যান্ড স্টিচেস লিমিটেড, বাংলাদেশ ইনোভেশন ফোরাম, এনা ট্রান্সপোর্ট লিমিটেড এবং এএম গ্রুপ।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে বসুন্ধরা ২নং ইন্ডাসট্রিয়াল সদর দপ্তরে স্পন্সরদের সাথে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

রংপুর রাইডার্স দিনের শেষ চুক্তিটি স্বাক্ষর করে এএম গ্রুপের সঙ্গে। যেখানে ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। আর এএম গ্রুপের হয়ে ছিলেন, প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ হাবিব উল্লাহ দেওয়ান।

এর আগে কালার অ্যান্ড স্টিচেসের সঙ্গে দিনের প্রথম চুক্তিতে রাইডার্সদের হয়ে উপস্থিতে ছিলেন, সিইও ইশতিয়াক সাদেক। স্পন্সরের পক্ষ থেকে ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক নায়েম ইমরান সেলিম।

দ্বিতীয় চুক্তিটি স্বাক্ষরিত হয় বাংলাদেশ ইনোভেশন ফোরামে সঙ্গে। এখানে রংপুর রাইডার্সের পক্ষ থেকে ছিলেন, বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার শাহনিয়ান তানিম। অন্যদিকে স্পন্সরের পক্ষ থেকে ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু।

এনা ট্রান্সপোর্টের সঙ্গে দিনের তৃতীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রংপুর রাইডার্সে হয়ে ছিলেন, প্রধান সমন্বয়ক ফাইজুর রহমান এবং এনা’র পক্ষ থেকে ছিলেন, নির্বাহি পরিচালক ইকরামুল হক।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৫ অক্টোবর ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।