ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির সাথে কাজ করতে মুখিয়ে টম মুডি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
মাশরাফির সাথে কাজ করতে মুখিয়ে টম মুডি মাশরাফির সাথে কাজ করতে মুখিয়ে টম মুডি-ছবি:সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের ওয়ানডে ও বিপিএলের এবারের আসরের রংপুর রাইডার্সের দলপতি মাশরাফি বিন মর্তুজার সাথে এর আগে কখনোই কাজ করার সুযোগ হয়নি, সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার টম মুডি’র। অবশেষে তিনি সেই সুযোগটি পাচ্ছেন। কেননা এবারের বিপিএলে মাশরাফি যে দলের দলপতি তিনিই সে দলের কোচ।

৪ নভেম্ববর থেকে অনুষ্ঠেয় বিপিএলকে সামনে রেখে বুধবার (২৫ অক্টোবর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমির মাঠে ছিল রংপুর রাইডার্সের প্রথম অনুশীলন। এদিন অবশ্য মাশরাফি অনুশীলনে আসেননি।

দক্ষিণ আফ্রিকা সফর শেষে গত ২৩ অক্টোবর দেশে ফেরা ক্লান্ত এই টাইগার দলপতি বিশ্রাম নিচ্ছেন। তাই হয়তো তাকে এখনই পাচ্ছে না রংপুর। সেখানেই সংবাদ মাধ্যমকে টম জানালেন, মাশরাফির সাথে কাজ করতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

তিনি বলেন, ‘মাশরাফি বেশ অভিজ্ঞ একজন ক্রিকেটার। আমি এর আগে কখনোই ওর সাথে কাজ করিনি। আমি বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। ’

এ সময় বিপিএলে এবারের আসরের ফাইনালে খেলার আশাবাদও ব্যক্ত করেন এই অজি অলরাউন্ডার, ‘আমার মনে হয় প্রতিটি দলেরই ফাইনালে খেলার প্রত্যাশা থাকে। যদি আমরা জিততে পারি তাহলে সেটা হবে দারুণ কিছু।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডিনামাইটস ও সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ৪ নভেম্বর সিলেটে পর্দা উঠছে বিপিএলের পঞ্চম আসরের। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ২৫ অক্টোবর ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।