ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে গ্রাউন্ড ব্র্যান্ডিং স্পন্সর বসুন্ধরা এলপিজি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
বিপিএলে গ্রাউন্ড ব্র্যান্ডিং স্পন্সর বসুন্ধরা এলপিজি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে গ্রাউন্ড ব্র্যান্ডিং স্পন্সর হয়েছে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টার-২’তে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ‘বসুন্ধরা এলপি গ্যাস (এলপিজি) লিমিটেডের সঙ্গে বিপিএলের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুমোদিত প্রতিষ্ঠান ‘কে-স্পোর্টস’ চুক্তি স্বাক্ষর করেছে।

‘বসুন্ধরা এলপিজি লিমিটেডের হেড অব মার্কেটিং এম এম জসীম উদ্দীন ও কে-স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহাদ করিম এই চুক্তিপত্র স্বাক্ষর করেন।

চুক্তি থেকে জানা যায়, এই স্পন্সরের মাধ্যমে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড স্টেডিয়ামের পেরিমিটার বোর্ডে উল্লেখযোগ্য অংশ এবং স্ট্রাটেজিক টাইম আউটের স্ক্রিন সম্পূর্ণ স্পন্সর করছে। এই স্পন্সরশিপ ছাড়াও বসুন্ধরা এলপি গ্যাস বিপিএলের এই আসরে রংপুর রাইডার্সেরও স্পন্সর হয়েছে।  

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা এলপিজি লিমিটেডের হেড অব মার্কেটিং এম এম জসীম উদ্দীন বলেন, বসুন্ধরা গ্রুপ খেলাধুলার বিষয়ে সবসময় আন্তরিক। স্পন্সরশিপ বা পৃষ্ঠপোষকতায় আমরা সবসময়ই এগিয়ে আসি। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে ক্রিকেটে আমাদের নিজেদের সম্পৃক্ত করতে চাই।

তিনি বলেন, আমরা চাই বিপিএলে উত্তেজনাপূর্ণ ভালো খেলা হোক। এছাড়া খেলার সময়সূচিও যেন ঠিক থাকে। তাহলে স্পন্সর হিসেবে আমরা যেমন উপকৃত হবো, তেমনি দেশের ক্রিকেটের উন্নতিও হবে। কেননা বিপিএলে ভালোভাবে খেলা হলে ভালো ভালো নতুন ক্রিকেটার উঠে আসবে।

অনুষ্ঠানে কে-স্পোর্টসের সিইও ফাহাদ করিম বলেন, দেশের ক্রিকেটে বিপিএল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন। এমন একটি বড় আয়োজনে বসুন্ধরা এলপিজি লিমিটেডকে যুক্ত করতে পেরে আমরা সম্মানিতবোধ করছি। আমরা চাই বিপিএলে বড় বড় প্রতিষ্ঠান এগিয়ে আসুক। কারণ স্পন্সর ছাড়া এই সব গুরুত্বপূর্ণ আয়োজন সফল হবে না।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপিজি লিমিটেডের হেড অব সাপ্লাই চেইন আব্দুস শুকুর, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স মাহাবুব আলম, হেড অব সেলস মীর টি আই ফারুক রিজভী, হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন আতিক উজ জামান খান, এলপি গ্যাস লিমিটেডের জিএম (বিজনেস অপারেশন অ্যান্ড প্ল্যানিং) প্রকৌশলী মো. জাকারিয়া জালাল, ইন্টারনাল অডিট ডিজিএম সেলিম রেজা, কে স্পোর্টসের ডিরেক্টর আশফাক আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এমএসি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।