ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইরিশদের হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
আইরিশদের হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ ছবি: সংগৃহীত

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দলকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ ‘এ’ দল। এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, আবু হায়দার রনি, জাকির হাসানদের দলটি আইরিশদের সিরিজের শেষ ম্যাচে হারিয়েছে ৭৬ রানের ব্যবধানে। ফলে, ৪-০তে সিরিজ নিজেদের করেই রাখলো টাইগাররা।

প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। ৩ উইকেটে হারায় আইরিশদের।

তৃতীয় ম্যাচে টাইগারদের জয়টি ৮ উইকেটের ব্যবধানে। চতুর্থ ম্যাচটি ২০ ওভারে নির্ধারণ করা হয়। আইরিশদের ছুঁড়ে দেওয়া ১৭১ রানের টার্গেট ৪ বল ও ৪ উইকেট হাতে রেখে টপকে যায় স্বাগতিকরা। এর আগে সিলেটে অনুষ্ঠিত একমাত্র আনঅফিসিয়াল টেস্টও (১১-১৪ অক্টোবর) জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল।

এক ম্যাচ হাতে রেখে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নেওয়া বাংলাদেশ ‘এ’ দল পঞ্চম ও শেষ ওয়ানডেতে ৬ উইকেট হারিয়ে তোলে ২৮৬ রান। জবাবে, ব্যাটিংয়ে নেমে সফরকারীরা ৪৩.৪ ওভারে গুটিয়ে যাওয়ার আগে তোলে ২১০ রান।

কক্সবাজারে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয় ১২ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন। তবে, ফর্মে থাকা আরেক ওপেনার সাদমান ইসলাম খেলেন ৬৮ রানের দারুণ এক ইনিংস। তিন নম্বরে নামা বাংলাদেশের দলপতি নাজমুল শান্ত করেন ২৬ রান। চার নম্বরে নামা ইয়াসির আলির ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ১০২ রান। ১০১ বলে ৮টি চার আর ৫টি ছক্কায় ইয়াসির তার দুর্দান্ত ইনিংসটি সাজিয়ে অপরাজিত থাকেন। আল আমি করেন ২০ রান। ২৬ রানের ইনিংস খেলে তানভীর হায়দার বিদায় নেন। জাকির হাসানের ব্যাট থেকে আসে ১৩ রান।

২৮৭ রানের কঠিন টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের কাছে অসহায় ছিল আইরিশরা। এরপরও ওপেনার টেকটর ইনিংস সর্বোচ্চ ৬৬ রান করেন। চার নম্বরে নামা অ্যান্ডারসনের ব্যাট থেকে আসে ৪৫ রান। গেটকাটে করেন ১৮ রান। ম্যাকার্থি খেলেন ২৭ রানের ইনিংস।

বাংলাদেশের পেসার আবু হায়দার রনি তিনটি, ইমরান আলি দুটি, সাঞ্জামুল ইসলাম দুটি, তানভীর হায়দার একটি আর মেহেদি হাসান একটি করে উইকেট পান।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ২৬ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।