ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

হাথুরুসিংহকে জোর করবে না বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
হাথুরুসিংহকে জোর করবে না বিসিবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে হেড কোচের দায়িত্বে থাকতে না চাইলে তাকে জোর করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার বদলে নতুন কোচ নিয়োগ দেয়া হবে। বিষয়টিকে পেশাদারিত্বের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছে বিসিবি।

তবে বিসিবি লঙ্কান এই কোচের কাছে জানতে চাইবে কেন তিনি আর টাইগারদের দায়িত্বে থাকতে চাচ্ছেন না। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সংবাদ মাধ্যমকে একথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘পেশাদারিত্বের ব্যাপার, আমরাও পেশাদার ভাবে নেব। কেউ থাকতে না চাইলে জোর করার প্রশ্নই আসে না। যেটা করা উচিত, সেভাবেই করবো। কেন যেতে চাচ্ছে, সেটা জানতে চাইবো। ’

হাথুরু বাংলাদেশ ক্রিকেটের কোচের পদে থাকতে চাইছেন না সে বিষয়ে গেল মাসেই একটি চিঠি তিনি পাপনকে দিয়েছেন। সেখানে লেখা ছিলো-কোচের দায়িত্বে কাজ করতে তিনি আর আগ্রহী নন। অনুসঙ্গ হিসেবে কাজ করেছে এক বছর আগে তাকে খোদ শ্রীলঙ্কার রাষ্ট্রপতির দেয়া প্রস্তাব। পাপন জানান, ‘এক বছর আগে থেকেই শ্রীলঙ্কায় তার প্রস্তাব ছিল। শ্রীলঙ্কার মহামান্য রাষ্ট্রপতি ডেকে নিয়ে তাকে প্রস্তাব দিয়েছিল। অন্য জায়গা থেকেও তার প্রস্তাব ছিল, আমাকে দেখিয়েছে। এখন ওর সঙ্গে কথা বলার আগে বলা মুশকিল যে কেন চলে যাচ্ছে, আরও ভালো প্রস্তাব নাকি পারিবারিক কারণ বা অন্য কিছু তাকে এমন করাচ্ছে। খেলা চলাকালীন তার সঙ্গে এটা নিয়ে কথা বলিনি। সিরিজ শেষের পর যোগাযোগ করা হচ্ছে। প্রধান নির্বাহী চেষ্টা করছেন। কিন্তু যোগাযোগ হচ্ছে না। কোনো সাড়া পাচ্ছেন না তার কাছ থেকে। ’

বিসিবি সভাপতি বরাবর এর আগেও একবার চিঠি দিয়েছিলেন লঙ্কান এই কোচ। কিন্তু তখন তাকে যেতে দেয়া হয়নি বলে জানান পাপন, ‘এর আগেও একবার চিঠি দিয়েছিল সে, ভালো প্রস্তাব ছিল। আমরা যেতে দেইনি। এবারেরটি ভিন্ন, কোনো কারণ ছাড়া। কারণ ছাড়া হলে রেসপন্ড করা কঠিন। আমাদের ভাবনায় ছিল সিরিজটি শেষ হোক, সিরিজের মাঝে কথা বলা ঠিক না। আমাদের নির্বাচনসহ অনেক কিছু ছিল। সিরিজের পর তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, এর মধ্যে ফোনে তাকে একবারই মাত্র পাওয়া গেছে। তাকে বাংলাদেশে আসতে বলা হয়েছিল। সে বলেছিল যে ১৫ তারিখের পরে আসবে। এখন যোগাযোগ করা হচ্ছে, কোনো সাড়া নেই। ’

বিষয়টি নিয়ে হতাশ নন পাপন, কিন্তু তিনি অবাক হয়েছেন। কেননা হঠাৎ করে কোচের তরফ থেকে আসা এমন সিদ্ধান্ত কখনোই তিনি আশা করেননি, ‘আপসেট নই, একটু অবাক হচ্ছি। মনে হচ্ছে, ইমোশনাল ইস্যু আছে এখানে। এতদিন ওকে দেখেছি ইমোশন ছাড়া। কিন্তু যেহেতু আমার সঙ্গেও কথা বলল না বা জানালো না, এবার হয়ত এমন কিছু একটা হয়েছে, যেটা নিয়ে আর কথাই বলতে চাচ্ছে না। হয়ত আমার মুখোমুখি হতে চাচ্ছে না। ’

এদিকে হঠাৎ করেই টাইগার হেড কোচের নেয়া সিদ্ধান্তে বিসিবির পরিকল্পনা বাধাগ্রস্থ হবে বলে বিশ্বাস টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত এই বিসিবি সভাপতির, ‘আমি ব্যক্তিগত ভাবে মনে করি, আমাদের একটা পরিকল্পনা ছিল সেটি কিছুটা বাধাগ্রস্থ হবে। ’

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শেন জার্গেনসেন চলে যাওয়ায় মে মাসে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হিসেবে যোগ দেন লঙ্কান হাথুরুসিংহে। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদ ছিল।

** পদত্যাগ করছেন হাথুরুসিংহে, বোর্ড কিছুই জানায়নি

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ৯ নভেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।