ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

‘একজনের জন্য কোনো ক্ষতি হবে না’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
‘একজনের জন্য কোনো ক্ষতি হবে না’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিপিএলের ঢাকা পর্বকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরিয়েছে রংপুর রাইডার্স। নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন মাশরাফি-শাহরিয়ার নাফিসরা। শুক্রবার (১০ নভেম্বর) দলের অন্যতম সদস্য নাফিস কথা বলেছেন সংবাদমাধ্যমের সামনে। জয়ের ধারায় ফেরার কথা জানিয়েছেন তিনি।

ঢাকা পর্বের প্রথম ম্যাচে মাঠে নামছে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। শনিবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টায় মাঠে গড়াবে ম্যাচটি।

নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে বিপিএলে যাত্রা শুরু করে রংপুর। নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে ছয় উইকেটে হারায় মাশরাফি বিন মুর্তজার দল। তবে পরের ম্যাচে মাশরাফি-নাফিসদের ১১ রানের ব্যবধানে হারিয়ে দেয় চিটাগং ভাইকিংস। ঢাকা পর্বের ম্যাচের আগে নাফিস জানান, ‘দুঃখজনকভাবে আমরা শেষ ম্যাচটা হেরেছি। তাসকিনের ওই একটা ওভার ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। পরবর্তী ম্যাচ জিতে আমরা আবার জয়ের ধারায় ফিরব। ’

বিপিএলের চলমান উত্তাপকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে জাতীয় দলের কোচ চন্ডিকা হাতুরুসিংহের পদত্যাগ ইস্যু। এ নিয়ে কথা বলেছেন রংপুর রাইডার্সের তারকা ক্রিকেটার শাহরিয়ার নাফিস। হাথুরুসিংহের আমলে জাতীয় দলে খেলা হয়নি শাহরিয়ার নাফিসের। তিনি জানান, ‘হাথুরুসিংহে ভালো কিছু সাফল্য ধরে এনেছিলেন। কিন্তু তিনি যদি কাজ করতে না চান বা তার যদি চুক্তিসংক্রান্ত কোনো জটিলতা থাকে, তাহলে তিনি চলে যেতেই পারেন। তবে ক্রিকেট এমন একটা খেলা যেটা কারো জন্য অপেক্ষা করে না। এমন নয় যে, তিনি না থাকলে কেউ প্রধান কোচ হবেন না। নিশ্চয়ই কেউ না কেউ তো দায়িত্ব নেবেন। তার জন্য শুভ কামনা রইল। আশা করছি, বাংলাদেশ দল যে সফলতার পথে ছিল, সেখানেই থাকবে। তার নির্দেশনায় বাংলাদেশ ভালো খেলছিল। মূল খেলাটা কিন্তু ক্রিকেটাররাই খেলে। একজন ব্যক্তির জন্য বাংলাদেশ ক্রিকেটের কোনো ক্ষতি হবে না। ’

নাফিস আরও যোগ করেন, ‘কোনো কোচ অভিজ্ঞতাকে গুরুত্ব দেন, কেউ আবার তারুণ্যকে গুরুত্ব দেন। চন্ডিকা অনেক সাফল্য দিয়েছেন। তাকে নিয়ে খুব বেশি আলোচনা করে এখন লাভ নেই। উনি যে ভুল করেছেন তা কিভাবে শুধরে নেয়া যায় বা উনি যে সফলতা দিয়েছেন সেটা ধরে রাখা গুরুত্বপূর্ণ। ’

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।