ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

৬ বছর পর জাতীয় দলে ডয়েসকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
৬ বছর পর জাতীয় দলে ডয়েসকেট ছবি: সংগৃহীত

২০১১ বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন রায়ান টেন ডয়েসকেট। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরছেন ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডার।

নামিবিয়ার বিপক্ষে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের (ডব্লুসিএল) শেষ দু’টি ম্যাচ সামনে রেখে ডয়েসকেটের প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট নেদারল্যান্ডস। দুবাইয়ে আগামী ৬ ও ৮ ডিসেম্বর ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে।

নেদারল্যান্ড বর্তমানে ডব্লুসিএল প্রতিযোগিতায় পয়েন্ট টেবিলের শীষে। পাপুয়া নিউগিনির সঙ্গে ইতোমধ্যেই তারা বিশ্বকাপ বাছাইপর্ব টুর্নামেন্ট (আগামী বছরের মার্চে জিম্বাবুয়েতে) নিশ্চিত করেছে। এখন শীর্ষ অবস্থানে থেকে আইসিসি ওয়ানডে লিগে খেলতে ১৩তম ওডিঅাই টিম পজিশনে চোখ রাখছে ডাচরা, যেটি শুরু হবে ২০২০ সালে।

নেদারল্যান্ডসের জার্সিতে ৩৩টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডয়েসকেট। ওয়ানডেতে তার পাঁচটি সেঞ্চুরি রয়েছে। ৬৭.০০ গড়ে রান করেছেন ১৫৪১। উইকেট ৫৫টি।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।