ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

মাদকবিরোধী আন্দোলনে মাশরাফির একাত্মতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
মাদকবিরোধী আন্দোলনে মাশরাফির একাত্মতা ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জীবন থেকে জীবন কেড়ে নেয় ‘মাদক’। মাদকের মরণ ছোবলে দেশের বহু তরুণ আজ স্বাভাবিক জীবন থেকে নির্বাসনে। সুস্থ স্বাভাবিক জীবন থেকে তরুণদের এই নির্বাসন দেশের সামিগ্রক উন্নয়েন ফেলছে মারাত্মক নেতিবাচক প্রভাব।

প্রাণঘাতী মাদকের ফাঁদে পা দিয়ে কত মা তার সন্তান হারা হয়েছেন, কত বাবার কাঁধে উঠেছে সন্তানের লাশ তার কোন ইয়ত্তা নেই। সে বিষয়টিকে অনুধাবনপূর্বক মাদকবিরোধী আন্দোলনে নেমেছেন বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা।

‘আর নয় মাদক এই হোক প্রত্যয়’ স্লোগানে বুধবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর বারিধারায় মাদক বিরোধী এক অনুষ্ঠানের আয়োজন করেছিলো প্রত্যয় মেডিকেল ক্লিনিক। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। আর মাশরাফিকে করা হয়েছিল বিশেষ অতিথি। আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের চীফ কনসালট্যান্ট ডা: সৈয়দ ইমামুল হোসেন ও প্রত্যয় মেডিকেল ক্লিনিকিরে চেয়ারম্যান নাজমুল হক।

ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কমপ্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নের এই মহালগ্নে মাদক একটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। আর এই সমস্যা সমাধানে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়। প্রয়োজন সামাজিক সচেতনতা ও প্রতিরোধ। ’

আর বিশেষ অতিথির বক্তব্যে মাশরফি বলেন, ‘মাদক বিষয়টিই স্পর্শকাতর। যার সাথে জড়িয়ে আছে বন্ধুত্বের জায়গা, একটি পরিবার, পরিবেশ ও দেশ। এটা একটা ভাইরাসের মতো। যা কীনা ঢুকলেই ছড়িয়ে পড়ে। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে অনেকদিন অধিনায়কত্ব করেছি। এখন আর টি-টোয়েন্টিতে নেই। শুধু ওয়ানডেতেই অধিনায়কত্ব করছি। আমি ক্রিকেট সেক্টরেই যতটুকু দেখেছি যে এখন যারা ভালো করছে বা দেশকে ভাল অবস্থানে নিয়ে যাচ্ছে তাদের অধিকাংশেই তরুণ এবং তারা অনেক ভালো করছে। ’

মাশরাফি আরও বলেন, ‘এমন প্রতিটি সেক্টরের দিকে তাকালে দেখবো আমাদের যুব সমাজরা ভাল করছে। এই যুব সমাজের মাধ্যমেই আমরা সারা বিশ্বে পরিচিতি পেয়েছি। কষ্টের জায়গাটিও এখানেই যে আজ যারা মাদক গ্রহন করছে তাদের অধিকাংশই যুব সমাজ এবং তারা কিন্তু চাইলেই তাদের জীবন বদলাতে পারে। হয়তো তারা ভুল করেছে। আমাদের উচি‍ৎ হবে তাদের ভুল শুধরে সুস্থ জীবনে ফিরিয়ে আনা। তাদের দূরে ঠেলে না দিয়ে পরিবার থেকে পরামর্শ দিতে হবে। কাছের মানুষরা যদি না বোঝায় তাহলে তাদের ফিরিয়ে আনা কঠিন হয়ে দাঁড়াবে। আসুন আমরা তাদের অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনি। ’

এর আগে উদ্বোধনী বক্তব্যে প্রত্যয় মেডিকেলের চেয়ারম্যান বলেন, মাদক আজ বাংলাদেশের একটি বড় সমস্যা। প্রত্যয় মেডিকেল বিশ্বাস করে যে শুধুমাত্র জনসচেতনতা ও সর্বাত্মক প্রতিরোধই সমাধানের একমাত্র পথ। ’

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ১৫ নভেম্বর ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।