ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

গেইল-ম্যাককলামের দিকে তাকিয়ে রংপুর রাইডার্স

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
গেইল-ম্যাককলামের দিকে তাকিয়ে রংপুর রাইডার্স দলের সঙ্গে ম্যাককালাম-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিপিএলের চলতি আসরে কিউই ও ক্যারিবীয় ব্যাটিং ব্লাস্ট ব্র্যান্ডন ম্যাককালাম এবং ক্রিস গেইলকে রংপুর রাইডার্স দলে ভেড়ালেও, টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে তাদের পাওয়া যায়নি। তবে ১৫ নভেম্বর রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন ম্যাককালাম। আর গেইল যোগ দিচ্ছেন ১৬ নভেম্বর।

তাদের উপস্থিতিতে শনিবার (১৮ নভেম্বর) মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে পূর্ণ শক্তির দলটি মাঠে নামবে।  আর মাঠে নেমে ম্যাককালাম ও গেইল কেমন খেলেন সেটি দেখার অপেক্ষায় রংপুর দলপতি মাশরাফি বিন মর্তুজা, ‘গেইল-ম্যাককালাম টি-টোয়েন্টিতে অন্যতম সেরা।

তারা এসে কেমন শুরু  করে সেটার ওপরে নির্ভর করছে। কেননা বাংলাদেশের উইকেটে ব্যাটিং করা অতটা সহজ নয়। ’

বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর বারিধারায় তিনি একথা বলেন।

বিপিএলের চলতি আসরে রংপুরের পারফরম্যান্স নিয়েও এ সময় কখা বলেন টাইগারদের দিন বদলের দলপতি, ‘আমরা পয়েন্ট তালিকায় ভালো অবস্থা নেই। সেদিক দিয়ে হ্তাশাজনক। ’

তবে সেই হতাশা কাটিয়ে রাইডার্সরা খুব শিগগিরই খেলায় ফিরবে বলে বিশ্বাস তার, ‘আমাদের দলটার রিগ্রুপ করার সুযোগ হচ্ছে। সেটা করে পরের ম্যাচে নামতে পারলে ইতিবাচত ফল আশা করছি। ’

উল্লেখ্য, বিপিএলে তিন ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে ৭ দলের মধ্যে টেবিলের ৫ নাম্বারে অবস্থান করছে মাশরাফির রংপুর রাইডার্স। আর ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নাসিরের সিলেট সিক্সার্স। সিলেটের চাইতে দুই ম্যাচ কম খেলে ৬ পয়েন্টে দুই নাম্বারে সাকিবের ঢাকা ডায়নামাইটস।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।