ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বিগ ব্যাশে পাকিস্তানের ইয়াসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
বিগ ব্যাশে পাকিস্তানের ইয়াসির ছবি:সংগৃহীত

অস্ট্রেলিয়ান ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটে যোগ দিলেন পাকিস্তান টেস্ট দলের লেগ স্পিনার ইয়াসির শাহ। আসছে মৌসুমটির জন্য তিনি বদলি ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন।

এই ফ্র্যাঞ্চাইজিটি এর আগে ইয়াসিরের জাতীয় দল সতীর্থ আরেক লেগ স্পিনার শাদাব খানকে দলে নিয়েছিলো। তবে ১৯ বছরের এ ক্রিকেটারের জাতীয় দলে ডাক পড়ায় ইয়াসিরকে দলে টানে ব্রিসবেন।

ব্রিসবেনের বর্তমান প্রধান কোচ হিসেবে রয়েছেন ড্যানিয়েল ভেট্টোরি। আর তিনি মনে করেন, ইয়াসির দলে যোগ দিলে আরও আত্মবিশ্বাস বাড়বে ব্রিসবেনের।

ইয়াসির অবশ্য প্রায় দুই বছর ধরে পাকিস্তানের হয়ে সীমিত ওভারের সিরিজে খেলছেন না। তবে টি-টোয়েন্টিতে তার ৭৪ ম্যাচে ৬.৭২ ইকোনোমিতে ৬০টি উইকেট রয়েছে।

আগামী ২০ ডিসেম্বর বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠ গ্যাবায় মেলবোর্ন স্টারর্সের মুখোমুখি হবে ব্রিসবেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।