ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশফিকদের ব্যাটিংয়ে পাঠালেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
মুশফিকদের ব্যাটিংয়ে পাঠালেন মাহমুদউল্লাহ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিপিএলের ঢাকা পর্ব-১ এর শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি রাজশাহী কিংস ও খুলনা টাইটান্স। টস জিতে মুশফিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন খুলনা দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। এটি টুর্নামেন্টের ২৩তম ম্যাচ।

দু’দিন বিরতির পর শুক্রবার (২৪ নভেম্বর) থেকে রংপুর-খুলনা ম্যাচ দিয়ে বিপিএলের পঞ্চম আসরের তৃতীয় ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম পর্ব শুরু হবে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে দুই তারকাসমৃদ্ধ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স।

মাশরাফির রংপুরের সামনে জয়ে ফেরার ছন্দটা ধরে রাখার চ্যালেঞ্জ। সোমবার (২০ নভেম্বর) নিজেদের সবশেষ ম্যাচে সিলেট সিক্সার্সকে ৭ রানে হারিয়ে টানা তিন ম্যাচ পর পূর্ণ পয়েন্টের দেখা পায় টম মুডির শিষ্যরা। একইদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৪ উইকেটে হেরে যায় সাকিবের ঢাকা।

নিজেদের সবশেষ ম্যাচে খুলনা চিটাগং ভাইকিংসের বিপক্ষে পাঁচ উইকেটের জয় পেলেও ঢাকার কাছে ৬৮ রানের বড় ব্যবধানে হার মানে রাজশাহী। সাত দলের পয়েন্ট টেবিলে ৬ ম্যাচে ৭ পয়েন্ট (৩ জয়, ২ হার, বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে ১ পয়েন্ট) নিয়ে তৃতীয় স্থানে খুলনা টাইটান্স।

সমান ম্যাচে ২ জয় ও ৪টিতে হেরে ছয় নম্বরে রাজশাহী কিংস। পয়েন্ট ৪। শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স (৬ ম্যাচে পাঁচ জয়ে ১০)। ১ পয়েন্ট পিছিয়ে দুইয়ে এক ম্যাচ বেশি খেলা ঢাকা ডায়নামাইটস। চার নম্বরে সিলেট সিক্সার্স (৮ ম্যাচে ৭)। পাঁচে রংপুর রাইডার্স (পাঁচ ম্যাচে ৪) ও তলানিতে চিটাগং ভাইকিংস (৬ ম্যাচে ৩)।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ২১ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।