ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

‘মাহেলা-রিয়াদ’ জুটি আরিফুলকে বাড়তি শক্তি দিয়েছে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
‘মাহেলা-রিয়াদ’ জুটি আরিফুলকে বাড়তি শক্তি দিয়েছে ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনার জয়ের নায়ক আরিফুলের মতে, এবারের আসরে নিজের ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রাখতে খুলনা টাইটান্সের লঙ্কান কোচ মাহেলা জয়াবর্ধনে। কোচ তার ব্যাটিং নিয়ে কাজ করলেও আত্মবিশ্বাস ফেরাতে খুলনার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ তাকে সাহস জুগিয়েছেন বলেন জানান আরিফুল।

লঙ্কান কিংবদন্তির পরামর্শ ২৫ বছর বয়সী আরিফুলকে অনেক বেশি পরিণত করেছে বলে তিনি সংবাদ সম্মেলনে জানান। আরিফুল বলেন, ‘আগে হয়তো আমার ব্যালান্সে সমস্যা ছিল।

এবার মাহেলা আমার ব্যালান্স নিয়ে অনেক কাজ করেছেন। বলে হিট করার সময় আমার বডি ওয়েট পেছনে যেত, সেটি নিয়ে কাজ করেছেন মাহেলা। সেটায় উপকার পেয়েছি। ’

এবার বিপিএলের আগে জাতীয় লিগের সবশেষ ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করা আরিফুল নিজের দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ প্রসঙ্গে জানান, ‘রিয়াদ ভাই অনেক সমর্থন দিচ্ছেন। তিনি বার বারই বলেছেন, তুই গত মৌসুমে অনেক ম্যাচে শেষ করে এসেছিস, অপরাজিত ছিলি বেশি, এবারও চিন্তা করবি অপরাজিত থাকার। অধিনায়কের কথা আমাকে সাহায্য করছে। ’

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমআরিফুলের প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি আছে ৪টি, উইকেট আছে ৭৯টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি করেছেন দুটি, উইকেট আছে ৪৭টি। এবারের বিপিএলে দারুণ ধারাবাহিক আরিফুল। আগের ম্যাচটিতেই ২৫ বলে তিন ছক্কায় ৩৪ রান করেছিলেন। এর আগে আরেক ম্যাচে ২৫ বলে চারটি ছক্কা হাঁকিয়ে ৪০ রান করেছিলেন। তার সর্বশেষ চারটি ইনিংস হলো ৪৩*, ৩৪, ৪* ও ৪০।

শেষ ৩ ওভারে খুলনার প্রয়োজন ছিল ৩৬। উইকেট বাকি ছিল দুটি। হাত ফসকে বেড়িয়ে যাওয়া ম্যাচ জিতেছে খুলনা, সেটিও আবার ৪ বল ও ২ উইকেট হাতে রেখে। ম্যাচ জয়ের অন্যতম নায়ক আট নম্বরে নামা আরিফুল হক।

অসাধারণ ব্যাটিং করে ৪টি চার ও ২ ছক্কায় ১৯ বলে আরিফুল করেন অপরাজিত ৪৩ রান। ১৮তম ওভারে রাজশাহীর হোসেন আলির বলে তুলে নেন ১৮ রান।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।