ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

স্লো-ওভার রেটে মাশরাফিদের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
স্লো-ওভার রেটে মাশরাফিদের জরিমানা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচ জেতার পর দুঃসংবাদ শুনতে হলো রংপুর রাইডার্স ও ক্লাবটির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। মঙ্গলবারের ম্যাচে স্লো-ওভার রেটের কারণে জরিমানা গুণতে হচ্ছে মাশরাফি ও তার সতীর্থদের।

আসরের ২৪তম ম্যাচে সাকিব আল হাসানের ঢাকার বিপক্ষে মাঠে নামে মাশরাফি-গেইল-ম্যাককালামদের রংপুর। আর রুদ্ধশ্বাস ম্যাচটিতে ৩ রানে জয় পায় রংপুর।

কিন্তু ম্যাচে নির্ধারিত সময়ে দুই ওভারের ঘাটতি ছিল মাশরাফিদের।

দলনেতা মাশরাফিকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা গুণতে হবে। অন্যদের ম্যাচ ফির ২০ শতাংশ কাটা যাবে।

মাঠের আম্পায়াররা ম্যাচ রেফারির কাছে অভিযোগ করলে শাস্তি মেনে নেন মাশরাফি। তাই অফিসিয়ালি কোনো শুনানির প্রয়োজন হয়নি।

স্লো-ওভার রেটের কারণে এর অাগে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছিল সিলেট সিক্সার্স অধিনায়ক নাসির হোসেনকে। দলের অন্যদের ২০ শতাংশ কাটা হয়েছিল।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।