ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফি-মাহমুদউল্লাহর লড়াইয়ে শুরু চট্টগ্রাম পর্ব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
মাশরাফি-মাহমুদউল্লাহর লড়াইয়ে শুরু চট্টগ্রাম পর্ব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাঠে গড়ালো বিপিএলের চট্টগ্রাম পর্ব। টানা তিন জয়ের লক্ষ্যে এবারের আসরে প্রথমবার মুখোমুখি রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবারের (২৪ নভেম্বর) হাইভোল্টেজ ম্যাচে টস জিতে মাহমুদউল্লাহদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

টানা দুই ম্যাচ জিতে মাশরাফি ও মাহমুদউল্লাহ দু’জনেরই লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম পর্বের শেষ দিনের (২১ নভেম্বর) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মুশফিকের রাজশাহী কিংসকে ২ উইকেট খুলনা ও সাকিবের ঢাকা ডায়নামাইটসকে ৩ রানে হারায় রংপুর।

পয়েন্ট টেবিলে ৬ ম্যাচে ৩ জয় ও ৩ হারে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রংপুর রাইডার্স। সাত ম্যাচ খেলে তিন নম্বরে থাকা খুলনা টাইটান্সের সংগ্রহ ৯ (৪ জয়, ২ হার ও বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ থেকে ১ পয়েন্ট)। ৬ ম্যাচের পাঁচটিতে জিতে সবার উপরে তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।