ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ক্রিকেট

টানা তিন ম্যাচ জিততে মাশরাফিদের টার্গেট ১৫৯

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
টানা তিন ম্যাচ জিততে মাশরাফিদের টার্গেট ১৫৯ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি ছন্দে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স। দু’দলই জয়ের হ্যাটট্রিকে চোখ রাখছে। সেই লক্ষ্যে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাহমুদউল্লাহ রিয়াদের অর্ধশতকে ভর করে মাশরাফির রংপুরকে ১৫৯ রানের টার্গেট দিয়েছে টাইটান্স।

এবারের আসরে প্রথমবার একে অপরকে মোকাবিলা করছে রংপুর ও খুলনা। শুক্রবারের (২৪ নভেম্বর) হাইভোল্টেজ ম্যাচটিতে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান রাইডার্স দলপতি মাশরাফি বিন মর্তুজা।

ইনিংসের দ্বিতীয় ওভারে রাইলি রুশোকে (১১) বোল্ড করে ব্রেকথ্রু এনে দেন অফস্পিনার সোহাগ গাজী। পরের ওভারে তরুণ আফিফ হোসেনের (৯) স্ট্যাম্প ভাঙেন রুবেল হোসেন। ২৪ রানে দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে খুলনা। দলীয় অর্ধশতকের আগে সাজঘরে ফেরেন উদীয়মান ওপেনার নাজমুল হোসেন শান্ত (২০)। ১৩তম ওভারে ক্যারিবীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিকোলাস পুরানের (১৬) বিদায়ে স্কোর দাঁড়ায় চার উইকেটে ৯২।

ব্যাট হাতে দলকে সামনে নেতৃত্ব দেন মাহমুদউল্লাহ। ৬টি চার ও ২ ছক্কায় তার ৫৯ রানের (৩৬ বল) ইনিংসে লড়াকু স্কোরের ভিত পায় খুলনা। ১৭তম ওভারে রুবেল হোসেনকে ছক্কা হাঁকাতে গিয়ে দুর্দান্ত ক্যাচে পরিণত হন তিনি।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমপা বাউন্ডারি লাইন স্পর্শ করার আগমুহূর্তে হাত থেকে বল শূন্যে ছোঁড়েন ব্রেন্ডন ম্যাককালাম। পেছনে থাকা নাহিদুল ইসলাম সহজেই তালুবন্দি করেন। নিজের শেষ ওভারটির শেষ বলে খুলনার আগের ম্যাচের নায়ক আরিফুল হককে (১৬) এলবিডব্লুর ফাঁদে ফেলেন পেসার রুবেল। কার্লোস ব্রাথওয়েটকে (১১) সাজঘরে পাঠান থিসারা পেরেরা। শেষ পর্যন্ত দলীয় স্কোর দাঁড়ায় আট উইকেটে ১৫৮।

চার ওভারে ৩৫ রান খরচায় তিনটি উইকেট শিকার করেন রুবেল হোসেন। লাসিথ মালিঙ্গার দখলে ২৩ রানে দুই উইকেট। একটি করে নেন মাশরাফি বিন মর্তুজা, সোহাগ গাজী ও থিসারা পেরেরা।

এ ম্যাচ জিতলে সাত দলের পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে আসবে রংপুর রাইডার্স। ৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ তিন জয়ে ৬। খুলনার সামনে শীর্ষে ওঠার হাতছানি। সাত ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে তারা। সবার উপরে ৬ ম্যাচের পাঁচটিতে জেতা তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।