ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কুমিল্লার বিপক্ষে ব্যাটিংয়ে রাজশাহী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
কুমিল্লার বিপক্ষে ব্যাটিংয়ে রাজশাহী ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। যেখানে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামি। দু’দলের আগের সাক্ষাতে জয় পেয়েছিল কুমিল্লা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর একটায় ম্যাচটি শুরু হয়।

কুমিল্লা নিজেদের সর্বশেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছিল।

তবে খুলনা টাইটান্সের বিপক্ষে কঠিন লড়াই করেও শেষ ম্যাচে জিততে পারেনি রাজশাহী।

ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে কুমিল্লা। আট ম্যাচে পাঁচ জয় ও দুই হারে (এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত) ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে খুলনা। সমান আট ম্যাচে চার জয় ও তিন হারে (এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত) নয় পয়েন্ট নিয়ে তৃতীয় ঢাকা।

সর্বোচ্চ নয় ম্যাচ খেলে তিন জয় ও পাঁচ হারে (এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত) সাত পয়েন্ট নিয়ে লিগের চার নম্বরে সিলেট সিক্সার্স। সাত ম্যাচে তিন জয় ও চার হারে ছয় পয়েন্ট নিয়ে পাঁচে রংপুর। সমান ম্যাচে দুই জয় ও চার হারে (এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত) পাঁচ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে চিটাগং। আর সাত ম্যাচে দুই জয় ও পাঁচ হারে চার পয়েন্ট নিয়ে তলানিতে রাজশাহী।

এ ম্যাচে দু’দলই দুটি করে পরিবর্তন এনেছে। ড্যানিয়েল বেল-ড্রুমন্ড ও নাইম ইসলাম জুনিয়রের পরিবর্তে রাজশাহীতে এসেছেন মোস্তাফিজুর রহমান ও লুক রাইট। আর লিটন দাশ ও ড্যারেন ব্রাভোর পরিবর্তে ফখর জামান ও অলক কাপালি কুমিল্লার একাদশে জায়গা পেয়েছেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল (অধিনায়ক), ফখর জামান, ইমরুল কায়েস, শোয়েব মালিক, অলক কাপালি, জস বাটলার , মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, রশিদ খান, হাসান আলী, আল আমিন হোসেন।

রাজশাহী কিংস: ডোয়েন স্মিথ, মুমিনুল হক, লুক রাইট, জাকির হাসান, মুশফিকুর রহিম, জেমস ফ্র্যাঙ্কলিন, ড্যারেন স্যামি (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সামি, মোস্তাফিজুর রহমান, হোসেন আলী

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।