ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাথুরুর মতোই কোচ খুঁজছে বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
হাথুরুর মতোই কোচ খুঁজছে বিসিবি থিলান সামারাবীরা ও চন্ডিকা হাতুরুসিংহে / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ ক্রিকেটের হেড কোচের দায়িত্বে থাকাকালীন বিশেষ করে গত কয়েক মাসে চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে সংবাদ মাধ্যমগুলোতে সমালোচনা হয়ে উঠেছিল নিত্য নৈমত্তিক ব্যাপার। দলের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে মতদ্বৈততা, নিজের সিদ্ধান্ত শিষ্যদের ওপর চাপিয়ে দেয়া এমনকি তার স্বেচ্ছাচারিতার জন্যই মেধাবী প্লেয়াররা দলে সুযোগ পাচ্ছে না; এ বিষয়গুলো হয়ে উঠেছিল ক্রিকেট পাড়ার মূল আলোচ্য বিষয়।

বাংলাদেশ ক্রিকেটের কথিত সেই খলনায়ক আজ নেই। কিন্তু হাথুরুসিংহেকে খলনায়ক বললেও একটি বিষয়ে সবাই নিশ্চয়ই একমত হবেন এই হাথুরুসিংহেই আজ বদলে যাওয়া বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রধান রুপকার।

২০১৪ সালে তার নিয়োগের পরেই কিন্তু লাল-সবুজের ক্রিকেটে আমূল পরিবর্তন ঘটতে শুরু করে।

ওয়ানডে, টি-টোয়েন্টি তো বটেই টেস্ট ক্রিকেটেও আজ মাশরাফি, সাকিব, মুশফিকরা জয়ের জন্যই মাঠে নামেন। হার নয় দেশে কিংবা দেশের বাইরে যেখানে যে ফর্মেটেই খেলা হোক না কেন জিততে হবে। এমন মানসিকতা কিন্তু হাথুরু’র কাছ থেকেই পেয়েছে টিম বাংলাদেশ। তার ম্যাচ কৌশল এবং ম্যাচ উইনিং পদ্ধতি হয়তো এর পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে।

আর ঠিক একারণেই টাইগারদের নতুন কোচ হিসেবে তার মতোই একজনকে খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (২৮ নভেম্বর) বোর্ড কার্যালয়ে সেটিই জানিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন।

তিনি বলেন, ‘আমাদের চন্ডিকা হাথুরুসিংহের মতো কোচের সাথে কাজের অভিজ্ঞতা আছে। আমরা কিন্তু একটা ফ্লেভার পেয়েছি। ফ্লেভার মানে তার পদ্ধতি, টেকনিক এসব। তাই ওরকম কোচকেই আমরা হাইপ্রোফাইল হিসেবে বিবেচনা করবো। ’

বিসিবি’র সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমবিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন হাইপ্রোফাইল কোচই তাদের লক্ষ্য। সেই হাইপ্রোফাইল মানে বড় নামের কেউ নন। বরং হাথুরুসিংহের মতো ফলাফল এনে দেয়া কোচই বিসিবি’র প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে।

‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য হাইপ্রোফাইল কোচ আনার পরিকল্পনা রয়েছে। এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। সেটা হতে পারে বড় কোন নাম। তবে আমরা বড় নামের চেয়ে প্রোফাইলের উপরেই বেশি গুরুত্ব দিচ্ছি। কোচিং ক্যারিয়ারের প্রতি আমাদের আগ্রহটা বেশি। ’

আর সেই কাঙ্ক্ষিত কোচ জানুয়ারিতে দেশের মাটিতে অনুষ্ঠেয় শ্রীলঙ্কা সিরেজের আগেই দায়িত্ব নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন নিজামউদ্দিন চৌধুরী, ‘বোর্ড সভাপতি বলেছেন যদি আমরা শ্রীলঙ্কা সিরিজের আগে বিদেশি কোচ না পাই অন্তবর্তীকালীন কোচ নিয়োগ দিতে হবে। তারপরেও আমাদের চেষ্টা অব্যাহত থাকবে যেন শ্রীলঙ্কা সিরিজের আগেই একজনকে জাতীয় দলের দায়িত্ব দিতে পারি। ’

সুজন এসময় কথা বলেন হাথুরুসিংহের বিদায়ের আনুষ্ঠানিকতা নিয়েও। কেননা বিগত দিনগুলোতে সংবাদ মাধ্যমে চাউর হয়েছিল যে তিনি আর বাংলাদেশে আসছেন না। ফলে দ. আফ্রিকা সিরিজের প্রতিবেদনসহ তার দায়িত্ব বিসিবি’র কাছে বুঝিয়ে দেয়া নিয়ে শঙ্কার তৈরী হয়েছিল।

সেই শঙ্কা উড়িয়ে দিয়ে সুজন বললেন, ‘বিভিন্ন গণমাধ্যমে এসছে যে হাথুরুসিংহের সাথে আমাদের যোগাযোগ নেই, বিষয়টি ঠিক নয়। তার সাথে আমাদের বিভিন্ন সময়ে যোগাযোগ হয়েছে। আমরা আশা করি হাথুরুসিংহে বাংলাদেশে এসে তার দ. আফ্রিকা সিরিজের রিপোর্ট এবং তার অন্যান্য হ্যান্ডওভার করে যাবে। ’
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।