ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে আবার ঝড় তুলেছেন গেইল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
মিরপুরে আবার ঝড় তুলেছেন গেইল ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: গত ৮ ডিসেম্বর মিরপুরে গেইল ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিলো খুলনা টাইটানসের ঘর। ৫১ বলে তার অপরাজিত ১২৬ রানের ইনিংসে টুর্নামেন্ট ছাড়া হয়েছিলেন মাহমুদ্ল্লাহ রিয়াদরা। আজও সেই ঝড় মিরপুরে উঠেছে। বিপিএলে চলতি আসরের শিরোপা নির্ধারনী ম্যাচে এই  বিধ্বংষী ব্যাটসম্যানের টাইফুন ব্যাটিংয়ে দুমরে মুচরে যাচ্ছে প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস বোলারদের লাইন লেংথ।

তার ব্যাট থেকে আসা প্রতিটি বাউন্ডারিই  গ্যালারিতে উল্লাসের উপলক্ষ্য হয়ে ধরা দিচ্ছে। এবং  গেইল গেইল ধ্বনিত কেঁপে উঠছে শের-ই-বাংলার সবুজ চত্বর।

ঢাকার বোলারদের এক একটি বল কখনও উড়িয়ে ফেলছেন মাঠের বাইরে আবার কখনওবা মাটি গড়িয়ে।

শুরুটা করেছিলেন মঙ্গলবার (১২ ডিসেম্বর) নিজেদের ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভার থেকে। যা এখনও চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫১ বলে ৯১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন এই ক্যারিবীয় ব্যাটিং টর্নেডো। যেখানে চারের মার ৪ টি। আর ৬’র মার ১০ টি।

অন্যদিকে অপর প্রান্তে কিছুটা মন্থর ব্যাটিং করে ৩১ বলে ৩২ রানে অপরাজিত আছেন ব্যাটিং টর্নেডো ব্রেন্ডন ম্যাককালাম।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ১২ ডিসেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।