ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চার দিনের টেস্টে শঙ্কায় ডু প্লেসিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
চার দিনের টেস্টে শঙ্কায় ডু প্লেসিস ছবি:সংগৃহীত

আইসিসির অনুমতি সাপেক্ষে টেস্ট অঙ্গনে প্রথমবারের মতো চার দিনের ম্যাচ খেলতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। তবে ইনজুরির কারণে এ ম্যাচ খেলা নিয়ে শঙ্কায় রয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। দিবা-রাত্রির বক্সিং ডে টেস্টে তাকে বিশ্রামে রাখা হতে পারে।

সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ চলাকালীন ইনজুরিতে পড়েছিলেন ডু প্লেসিস। সে সময় তাকে ছয় সপ্তাহের বিশ্রাম নেয়ার পরামর্শ দেয়া হয়।

তবে সব সেরে এখন তার মাঠে ফেরার পালা।

তারকা এ ব্যাটসম্যানকে কোনো চাপ না দিতেই হয়তো বসানো হচ্ছে। সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্ট রাম-স্লামেও তিনি খেলননি।

আসলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের পর ঘরের মাঠে শক্তিশালী ভারতকে আতিথ্য দেবে দ. আফ্রিকা। আর মার্চে রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের হোম সিরিজ। তাই হয়তো কোনো ঝুঁকি নিতে চাইছে না ক্রিকেট সাউথ আফ্রিকা।

আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বক্সি ডে টেস্ট।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ১৮ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।