ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটার সালমার শারীরিক অবস্থার উন্নতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
ক্রিকেটার সালমার শারীরিক অবস্থার উন্নতি হাসপাতালে চিকিৎসাধীন সালমা/ছবি: গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে

খুলনা: খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। 

কিডনি সংক্রান্ত জটিল সমস্যায় ভুগছেন বলে ধারণা করছিলেন চিকিৎসকরা। তবে আরও একটি পরীক্ষার পর সেটা নিশ্চিত হওয়া যাবে।

প্রাথমিক চিকিৎসায় অবস্থার উন্নতি হওয়ায় খুলনার মেয়ে সালমা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে ডা. মিজানুর রহমানের তত্ত্বাবধানে রয়েছেন সালমা।

নারী ক্রিকেট দলের ভারত সফর শেষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) খুলনায় ফিরেই হাসপাতালে ভর্তি হন তিনি।

সালমার কোচ ইমতিয়াজ হোসেন পিলু বাংলানিউজকে জানান, ভারত সফর শেষে ১৭ ডিসেম্বর দেশে ফেরেন সালমা। ১৯ ডিসেম্বর ফেরেন খুলনায়। ফেরার পথে গোপালগঞ্জ পৌঁছানোর পর পেটে ব্যাথা অনুভব করেন। ওই অবস্থায় খুলনা পৌঁছে তিনি রূপসা উপজেলার আইচগাতির বাসভবনে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এমআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।