ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দ্বিশতকে নিজেকে ছাড়িয়ে নাসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
দ্বিশতকে নিজেকে ছাড়িয়ে নাসির ছবি: সংগৃহীত

প্রথম শ্রেণির ক্রিকেটে আবারো ডাবল সেঞ্চুরি হাঁকালেন নাসির হোসেন। এবার নিজের আগের সর্বোচ্চ রানের কীর্তি ছাড়িয়ে গেছেন। বরিশাল বিভাগের বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচে রংপুর রাইডার্সকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নাসির।

চারদিনের ম্যাচে তার আগের সেরা ইনিংসটি ছিল ২০১ রানের। প্রথম শ্রেণিতে ৮০ ম্যাচের (চলতি ম্যাচ বাদে) ১২৯ ইনিংসে ব্যাট করে ২৭টি ফিফটি ও পাঁচ সেঞ্চুরির সাহায্যে ৩৫.৮৪ গড়ে ৪৪০৯ রান করেছেন এই তারকা অলরাউন্ডার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টায়ার-১ (প্রথম স্তর) এর ম্যাচে নাসিরকে যোগ্য সঙ্গ দিচ্ছেন সেঞ্চুরিয়ান আরিফুল হক। যিনি সদ্য সমাপ্ত বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে আলো ছড়িয়েছেন।

দলীয় ১৮৫ রানে চার উইকেট হারানোর পর নাসির-আরিফুলের অসাধারণ জুটিতে প্রথম ইনিংসে বরিশালের ৩৩৫ রানের জবাবে তৃতীয় দিনে বড় লিডের পথে রংপুর।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ২২ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।