ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অভিষেক সিরিজেই প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনে উইন্ডিজ পেসার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
অভিষেক সিরিজেই প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনে উইন্ডিজ পেসার ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের অভিষেক সিরিজেই বড় এক ধাক্কা খেলেন ওয়েস্ট ইন্ডিজ পেসার রন্সফোর্ড বিটন। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে।

উইন্ডিজ টিম ম্যানেজমেন্টের কাছে ম্যাচ অফিসিয়ালের রিপোর্ট দেওয়া হয়েছে। ২৫ বছর বয়সী ডানহাতি বোলারের বোলিং অ্যাকশন এখন ক্যারিবীয়দের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আইসিসির প্রক্রিয়ার অধীনে বিটনের সন্দেহজনক বোলিং অ্যাকশন যাচাই-বাছাই করা হবে। পরীক্ষা দিতে হবে ১৪ দিনের মধ্যে। রিপোর্ট প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত তার অান্তর্জাতিক বোলিংয়ে কোনো বাধা নেই। অর্থাৎ একই গ্রাউন্ডে শেষ ওডিআইতে তার সার্ভিস পাবে ও. ইন্ডিজ।

এ বছর ওয়ানডেতে ধুঁকছে উইন্ডিজ টিম। টি-টোয়েন্টিতে অপ্রতিরোধ্য হলেও পঞ্চাশ ওভারের ম্যাচে তাদের পারফরম্যান্স খুবই নাজুক। বিটনের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়াটা উদ্বেগের মাত্রাটাও বাড়িয়েছে। ইতোমধ্যেই ‍কিউইদের কাছে ২-০ তে সিরিজ হেরেছে তারা। ২০১৭ সালে এখন পর্যন্ত ২১ ম্যাচের মধ্যে ১৫টিতেই হারের লজ্জায় ডুবতে হয়েছে। ২৬ ডিসেম্বর বছরের শেষ ওয়ানডে খেলবে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিটনের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই বিপত্তি। চলতি সিরিজ দিয়ে জাতীয় দলের জার্সি গায়ে জড়ান। দুই ম্যাচে ১৭ ওভারে ১০২ রানের বিনিময়ে পেয়েছেন ১ উইকেট। বোলিং অ্যাকশন পরীক্ষার ওপর অনেক কিছুই নির্ভর করছে। নিজেকে মেলে ধরার আগেই হারিয়ে যাবেন নাকি নতুন উদ্যমে শুরু করবেন সেটিই এখন দেখার বিষয়!

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, ২৫ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।