ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ওভারে ৬ ছক্কার লজ্জা, ব্যাটিংয়ে ২৬ বলে সেঞ্চুরির রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
ওভারে ৬ ছক্কার লজ্জা, ব্যাটিংয়ে ২৬ বলে সেঞ্চুরির রেকর্ড বাবর আজম / ছবি: সংগৃহীত

ইতোমধ্যেই বিশ্বকে আকৃষ্ট করেছে ক্রিকেটের নতুন টি-টেন ফরমেট। সম্প্রতি আমিরাতে অনুষ্ঠিত ১০ ওভারের টুর্নামেন্ট উপভোগ করেন ক্রিকেটপ্রেমীরা। এবার পাকিস্তানে শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের (এসএএফ) সৌজন্যে চ্যারিটি ম্যাচ প্রত্যক্ষ করলো বাবর আজম ও শোয়েব মালিকের বিস্ফোরক ব্যাটিং প্রদর্শনী।

বল হাতে অনিয়মিত বাবর আজমের অফস্পিন বোলিংয়ে এক ওভারে ৬ ছক্কা হাঁকান অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডার শোয়েব মালিক। ২৬ বলে সেঞ্চুরির রেকর্ড গড়ে পাল্টা জবাব দেন পাকিস্তানের উদীয়মান ব্যাটিং সেনসেশন বাবর।

তার ঝড়ো ইনিংসটিতে ছিল ৭টি বাউন্ডারি ও ১১টি ছক্কার মার। স্ট্রাইক রেট ৩৮৪.৬২!

রোমাঞ্চকর ম্যাচে বাবরের চোখ ধাঁধানো ব্যাটিং নৈপুণ্যে ৯ উইকেট ও ২ বল হাতে রেখে এসএএফ রেড দলের ছুঁড়ে দেওয়া ২১১ রানের টার্গেট টপকে যায় এসএএফ গ্রিন টিম। উইনিং শট খেলেন আফ্রিদি।

ভিডিওতে দেখুন বাবর আজমের ২৬ বলের ঝড়ো সেঞ্চুরি:
শোয়েব মালিকের ৬ বলে ৬ ছক্কা হাঁকানোর ভিডিও:
 
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ২৫ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

আরও পড়ুন: সাকিবদের টি-টেন শিরোপা জয়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।