ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মেলবোর্নে এক পরিবর্তন নিয়ে খেলবে অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
মেলবোর্নে এক পরিবর্তন নিয়ে খেলবে অজিরা জ্যাকসন বার্ড-ছবি:সংগৃহীত

গোড়ালির ইনজুরিতে ইংল্যান্ডের বিপক্ষে বক্সিং ডে টেস্টে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার স্পিডস্টার মিচেল স্টার্ক। তার জায়গায় ডাক পেয়েছেন এক বছর ধরে টেস্ট ক্রিকেটের বাইরে থাকা জ্যাকসন বার্ড।ইতোমধ্যেই ৩-০ তে অ্যাশেজ ট্রফি নিশ্চিত করে এবার ইংলিশদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে চোখ রাখছে স্টিভেন স্মিথের দল।

মেলবোর্ন টেস্টের জন্য একাদশ সাজাতে গিয়ে এই একটি পরিবর্তনই এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এর আগে চলতি সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি স্টার্কের ইনজুরি দলের দুঃসংবাদ বয়ে আনে।

কেননা বাঁ হাতে গতির ঝড় তুলে তিন ম্যাচে ১৯টি উইকেট দখল করেছেন স্টার্ক।  

অন্যদিকে ডাক পাওয়া বার্ড এক বছর ধরে টেস্ট ক্রিকেটের বাইরে ছিলেন। সবশেষ মেলবোর্নেই পাকিস্তানের বিপক্ষে গত বছরের বক্সিং ডে টেস্টে খেলেছিলেন ৮ টেস্টে ৩৪ উইকেট নেওয়া এই ডানহাতি ফাস্ট বোলার।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় বক্সিং ডে টেস্ট শুরু হবে। সিডনিতে একই সময়ে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট ৪ জানুয়ারি থেকে। ব্রিসবেন, অ্যাডিলেড ও পার্থে স্বাগতিকদের জয়ের ব্যবধান যথাক্রমে ১০ উইকেট, ১২০ রান, ইনিংস ও ৪১ রান।

অস্ট্রেলিয়া একাদশ: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ক্যামেরুন ব্যানক্রফ্ট, উসমান খাজা, শন মার্শ, মিচেল মার্শ, টিম পেইন, প্যাট কামিন্স, নাথান লাওন, জশ হ্যাজলউড, জ্যাকসন বার্ড।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ২৫ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।