ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাতক্ষীরায় অ-১৪ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে কুষ্টিয়ার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
সাতক্ষীরায় অ-১৪ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে কুষ্টিয়ার জয় সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০১৭-১৮ উদ্বোধন। 

সাতক্ষীরা: সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে মাগুরা জেলাকে নয় উইকেটে পরাজিত করেছে কুষ্টিয়া জেলা দল। 

সোমবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।  

উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ২৭.৪ ওভারে ৮৩ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় মাগুরা জেলা দল।

মাগুরা জেলা দলের রফিকুর রহমান সোহান ব্যক্তিগত সর্বোচ্চ ২৪ রান করে।  

জবাবে ব্যাট করতে নেমে ১৫.৬ ওভারে এক উইকেট হারিয়ে ৮৪ রান করে কুষ্টিয়া জেলা দল। এতে কুষ্টিয়া জেলা দল নয় উইকেটে জয়লাভ করে শুভ সূচনা করে।  

কুষ্টিয়া জেলা দলের সাইদ চারটি ও বিশাল তিনটি উইকেট লাভ করে।  

এর আগে সকালে ইয়ং টাইগার্স অ-১৪ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০১৭-১৮ এর সাতক্ষীরার ভেন্যুর খেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০১৭-১৮ উদ্বোধন।  


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ কে এম আনিছুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ আলম হাসান শানু, নির্বাহী সদস্য আ ম আখতারুজ্জামান মুকুল, ইদ্রিস আলী বাবু, মীর তাজুল ইসলাম রিপন, কাজী কামরুজ্জামান, সৈয়দ জয়নুল আবেদীন জসি প্রমুখ।  

ইয়ং টাইগার্স অ-১৪ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের পরবর্তী (২৬ ডিসেম্বর) খেলায় একই ভেন্যুতে মুখোমুখি হবে খুলনা জেলা ও যশোর জেলা দল।  

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।