আগেরদিন থাকা অপরাজিত থাকা অধিনায়ক স্টিভেন স্মিথ ৭৬ ও শন মার্শ ৬১ রানে আউট হন। টিম পেইনের ব্যাট থেকে আসে ২৪।
স্টুয়ার্ট ব্রড ৪টি ও জেমস অ্যান্ডারসন ৩টি উইকেট তুলে নেন। ক্রিস উকস নেন দু’টি। টেস্টের নাম্বার ওয়ান ব্যাটসম্যান স্মিথকে বোল্ড করে টেস্ট অভিষেকেই উইকেট উদযাপনে মাতেন টম কুরান। প্রথম দিনে ওয়ার্নারকেও ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত করতে পারতেন। দুর্ভাগ্য পায়ের নো বল।
অজিদের ৩২৭ রানে আটকে রেখে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে ভালো শুরু পেয়েছে সফরকারীরা। এ রিপোর্ট লেখা অবধি ২৩ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ৭২। অ্যালিস্টার কুক ৩৭ ও জেমস ভিঞ্চ ১৭ রানে ব্যাট করছেন। দলীয় ৩৫ রানের মাথায় নাথান লায়নের ফিরতি ক্যাচে পরিণত হন মার্ক স্টোনম্যান (১৫)।
পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ৩-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া। সিডনিতে পঞ্চম ও শেষ টেস্ট ৪ জানুয়ারি থেকে।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১৭
এমআরএম